ঢাকা , শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ফুটপাতের লিজদাতাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

  • পোস্ট হয়েছে : ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • 14

বিজনেস আওয়ার প্রতিবেদ: ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকার ফুটপাতের লিজদাতা বা বিক্রেতাদের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে সিটি করপোরেশন ও রাজউককে এ প্রতিবেদন দাখিল করতে হবে।

একইসঙ্গে ফুটপাত যারা অবৈধভাবে লিজ দিচ্ছেন বা বিক্রি করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২১ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিটটি দায়ের করা হয়।

বিজনেস আওয়ার/২১ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফুটপাতের লিজদাতাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

পোস্ট হয়েছে : ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদ: ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকার ফুটপাতের লিজদাতা বা বিক্রেতাদের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে সিটি করপোরেশন ও রাজউককে এ প্রতিবেদন দাখিল করতে হবে।

একইসঙ্গে ফুটপাত যারা অবৈধভাবে লিজ দিচ্ছেন বা বিক্রি করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২১ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিটটি দায়ের করা হয়।

বিজনেস আওয়ার/২১ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: