ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভুয়া সনদে পুলিশে চাকরি, যুবকের ১৭ বছরের জেল

  • পোস্ট হয়েছে : ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • 90

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাবার নামে মুক্তিযোদ্ধার ভুয়া সনদ তৈরি করে পুলিশের কনস্টেবল পদে চাকরি নেয়ার দায়ে মো. আরিফুল ইসলাম নামে এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ৩ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও ১৩ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এ.এন.এম. মোরশেদ খান এর রায় প্রদান করেন।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। দণ্ডপ্রাপ্ত আরিফুল চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নুরুল হকের ছেলে।

দুদক নোয়াখালীর পিপি আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত আসামি আরিফুল ইসলাম পুলিশে চাকরি নেওয়ার সময় তার বাবার নামে একটি ভুয়া মুক্তিযোদ্ধ সনদ তৈরি করে নেন। পরে সেই সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ কনস্টেবল পদে চাকুরি নেন। পরে বিষয়টি নিয়ে মন্ত্রণালয় থেকে অভিযোগ এলে তদন্তে নামে দুদক।

সনদটি ভুয়া প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে দুদক। সোমবার দুপুরে বিভিন্ন ধারায় তাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩লাখ ৭০হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১বছর ১মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ঘটনার পর থেকে পলাতক রয়েছে আসামি। তাকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজনেস আওয়ার/২১ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভুয়া সনদে পুলিশে চাকরি, যুবকের ১৭ বছরের জেল

পোস্ট হয়েছে : ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাবার নামে মুক্তিযোদ্ধার ভুয়া সনদ তৈরি করে পুলিশের কনস্টেবল পদে চাকরি নেয়ার দায়ে মো. আরিফুল ইসলাম নামে এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ৩ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও ১৩ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এ.এন.এম. মোরশেদ খান এর রায় প্রদান করেন।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। দণ্ডপ্রাপ্ত আরিফুল চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নুরুল হকের ছেলে।

দুদক নোয়াখালীর পিপি আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত আসামি আরিফুল ইসলাম পুলিশে চাকরি নেওয়ার সময় তার বাবার নামে একটি ভুয়া মুক্তিযোদ্ধ সনদ তৈরি করে নেন। পরে সেই সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ কনস্টেবল পদে চাকুরি নেন। পরে বিষয়টি নিয়ে মন্ত্রণালয় থেকে অভিযোগ এলে তদন্তে নামে দুদক।

সনদটি ভুয়া প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে দুদক। সোমবার দুপুরে বিভিন্ন ধারায় তাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩লাখ ৭০হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১বছর ১মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ঘটনার পর থেকে পলাতক রয়েছে আসামি। তাকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজনেস আওয়ার/২১ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: