বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে নানা ইস্যুতে বিনিয়োগকারীদের আস্থা এখন শক্ত অবস্থানে। এরই ধারাবাহিকতায় বাজারে টানা বড় উত্থান হচ্ছে। একইসঙ্গে মুনাফা গ্রহণের মাধ্যমে তা স্বাভাবিকভাবে কারেকশন বা সংশোধনও হচ্ছে। যা গত দুই দিন হয়েছে।
কলমানি ও এফডিআর হার কম, কালো টাকা বিনিয়োগের সুযোগ ও কমিশনের নানা কার্যকরি পদক্ষেপে বিনিয়োগকারীদের বাজারের প্রতি আস্থা ফিরে এসেছে। যে বাজারে ফ্লোর প্রাইসের কারনে লেনদেন তলানিতেই থাকবে বলে ধারনা করা হতো, সেই বাজারে এখন লেনদেন দেড় হাজার কোটি ছুই ছুই অবস্থা।
বাজারে বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলনে ১৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮০০ পয়েন্ট বেড়েছিল। গত ২৩ জুলাইয়ের ৪০৮১ ডিএসইএক্স সূচকটি ১৬ আগস্ট ৪৮৫৯ পয়েন্টে উঠে আসে। এরপরে গত দুইদিনে স্বাভাবিক সংশোধনের মাধ্যমে ৪৭২০ পয়েন্টে নেমে এসেছে।
বিদ্যমান বাজারের আরও উত্থান দেখছেন অনেকে। তারা মনে করছেন, অনেক শেয়ার যোগ্যতার তুলনায় নিচে রয়েছে। যেগুলোর স্বাভাবিক উত্থান হবে। ফলে বাজারেও উন্নতি হবে। এক্ষেত্রে বিনিয়োগকারীদের সচেতনতার সাথে বিনিয়োগ করতে হবে।
বিজনেস আওয়ার/১৯ আগস্ট, ২০২০/আরএ