বিজনেস আওয়ার প্রতিবেদক (কক্সবাজার): মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার হওয়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তরা হলেন-১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের এএসআই শাহজাহান, কনস্টেবল মো. রাজিব ও মো. আব্দুল্লাহ।
বিষয়টি নিশ্চিত করে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বলেন, সিনহা হত্যা মামলায় গ্রেফতার তিন এপিবিএন সদস্যকে গতকাল মঙ্গলবার বরখাস্ত করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, পুলিশের গুলিতে মেজর সিনহা যেখানে নিহত হয়েছিলেন সেই শামলাপুর চেকপোস্টে এই তিন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য সেখানে দায়িত্বরত ছিলেন। সিনহা হত্যা মামলার তদন্তকালে র্যাব এই তিন এপিবিএন সদস্যের সংশ্লিষ্টতা পায়। পরে তাদের গ্রেফতার করে মামলার তদন্ত কর্মকর্তা।
গ্রেফতারের পর এই তিন এপিবিএন সদস্যকে গতকাল মঙ্গলবার সকালে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী সংস্থা র্যাব। সংশ্লিষ্ট আদালতের বিচারক এই তিন আসামির প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বিজনেস আওয়ার/১৯ আগস্ট, ২০২০/এ