ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ার পর তুরস্ক-মেক্সিকোতে ভূমিকম্পের আঘাত

  • পোস্ট হয়েছে : ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • 50

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পর এবার তুরস্ক ও মেক্সিকোতে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। মেক্সিকোতে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার এবং তুরস্কে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘান হানে।

মেক্সিকোতে মঙ্গলবার (২২ নভেম্বর) বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে এটি আঘাত হানে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ১৫০ মাইল দূরে এবং মার্কিন সীমান্তের প্রায় ১২৫ মাইল দক্ষিণে প্রশান্ত মহাসাগরে।

এদিকে তুরস্কের দুর্যোগ প্রশমন সংস্থা (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভোর ৪ টা ৮ মিনিটে এ ভূ-কম্পন হয়। এটির কেন্দ্র ছিল উত্তর-পশ্চিমের ওই প্রদেশ থেকে ১৪ কিলোমিটার দূরে গোলিয়াক জেলায়।

মেক্সিকোতে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। ইউএসজিএসের রিপোর্টে বলা হয়, ভূমিকম্পটি ক্যালিফোর্নিয়ার পাম মরুভূমির কাছে ২০০ মাইল দূরে অনুভূত হয়েছে। ইউএসএ টুডের একজন সাংবাদিক জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার ডেল মারের কাছে একটি ভবনে অল্প পরিমাণ কম্পন অনুভূত হয়েছে।

এদিকে তুরস্কের এএফএডি জানিয়েছে ১৮টি আফটারশকের খবর পাওয়া গেছে। দুর্ঘটনার ঝুঁকি কমাতে কিছু এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রেখেছে কর্তৃপক্ষ। ইস্তাম্বুলের বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের পরপরই বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সলু বলেছেন, এখনও কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮ জনে। আহত হয়েছেন এক হাজারের মতো মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন ১৫১ জন। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি প্রত্যন্ত এলাকা পরিদর্শন করেছেন।

বিজনেস আওয়ার/২৩ নভেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইন্দোনেশিয়ার পর তুরস্ক-মেক্সিকোতে ভূমিকম্পের আঘাত

পোস্ট হয়েছে : ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পর এবার তুরস্ক ও মেক্সিকোতে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। মেক্সিকোতে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার এবং তুরস্কে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘান হানে।

মেক্সিকোতে মঙ্গলবার (২২ নভেম্বর) বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে এটি আঘাত হানে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ১৫০ মাইল দূরে এবং মার্কিন সীমান্তের প্রায় ১২৫ মাইল দক্ষিণে প্রশান্ত মহাসাগরে।

এদিকে তুরস্কের দুর্যোগ প্রশমন সংস্থা (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভোর ৪ টা ৮ মিনিটে এ ভূ-কম্পন হয়। এটির কেন্দ্র ছিল উত্তর-পশ্চিমের ওই প্রদেশ থেকে ১৪ কিলোমিটার দূরে গোলিয়াক জেলায়।

মেক্সিকোতে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। ইউএসজিএসের রিপোর্টে বলা হয়, ভূমিকম্পটি ক্যালিফোর্নিয়ার পাম মরুভূমির কাছে ২০০ মাইল দূরে অনুভূত হয়েছে। ইউএসএ টুডের একজন সাংবাদিক জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার ডেল মারের কাছে একটি ভবনে অল্প পরিমাণ কম্পন অনুভূত হয়েছে।

এদিকে তুরস্কের এএফএডি জানিয়েছে ১৮টি আফটারশকের খবর পাওয়া গেছে। দুর্ঘটনার ঝুঁকি কমাতে কিছু এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রেখেছে কর্তৃপক্ষ। ইস্তাম্বুলের বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের পরপরই বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সলু বলেছেন, এখনও কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮ জনে। আহত হয়েছেন এক হাজারের মতো মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন ১৫১ জন। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি প্রত্যন্ত এলাকা পরিদর্শন করেছেন।

বিজনেস আওয়ার/২৩ নভেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: