আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের চেসাপিক শহরে ওয়ালমার্ট স্টোরে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছে। আর পুলিশের গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়েছে।
চেসাপিকে ওয়ালমার্ট স্টোরে জিনিস কিনতে আসা সাধারণ মানুষের উপর এক বন্দুকধারী গুলি চালাতে থাকে। এতে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের গুলিতে বন্দুকধারী মারা যায়। এই ওয়ালমার্ট স্টোর শহরের স্যাম সার্কেলে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা ভিতরে ঢোকার পরেই দেখি অনেকগুলো দেহ পড়ে আছে। কেউ মারা গেছেন। কেউ আহত। স্টোরে ঢোকার পরেই প্রথমে বন্দুকধারীকে গুলি করে মারা হয়। ওই কর্মকর্তা জানান, তাদের ধারণা একজন বন্দুকধারীই ছিল।
প্রচুর পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তারা এখন ওয়ালমার্ট স্টোর ও আশপাশের এলাকা তল্লাশি করছে।
ভার্জিনিয়ার স্টেট সেনেটর লুইজি লুকাস বলেন, হৃদয়বিদারক ঘটনা। আমার শহরে আমার এলাকায় এই ঘটনা ঘটেছে, তা ভাবতেই পারছি না। যতক্ষণ পর্যন্ত আমরা একটা সমাধানে না আসতে পারি, ততক্ষণ আমি লড়ে যাব।
বিজনেস আওয়ার/২৩ নভেম্বর, ২০২২/কমা