ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হেরেছে আর্জেন্টিনা, সংঘর্ষ গোপালগঞ্জে!

  • পোস্ট হয়েছে : ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • 86

বিজনেস আওয়ার প্রতিবেদক: আর্জেন্টিনার হেরে যাওয়ায় গোপালগঞ্জে এ পরাজয়কে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় আর্জেন্টিনার সমর্থকদের হামলায় ব্রাজিলের পাঁচ সমর্থক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) গোপালগঞ্জ সদরের নবীনবাগ মার্কাস মহল্লায় আর্জেন্টিনা ও সৌদি আরব খেলার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, আর্জেন্টিনা-সৌদি আরবের খেলা শেষে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিলের ৫ সমর্থক আহত হন। আহতদের মধ্যে দুজনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকি তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, রাতে আহত অবস্থায় দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। তাদেরকে চিকিৎসা চলছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানায় বুধবার একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস আওয়ার/২৩ নভেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হেরেছে আর্জেন্টিনা, সংঘর্ষ গোপালগঞ্জে!

পোস্ট হয়েছে : ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: আর্জেন্টিনার হেরে যাওয়ায় গোপালগঞ্জে এ পরাজয়কে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় আর্জেন্টিনার সমর্থকদের হামলায় ব্রাজিলের পাঁচ সমর্থক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) গোপালগঞ্জ সদরের নবীনবাগ মার্কাস মহল্লায় আর্জেন্টিনা ও সৌদি আরব খেলার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, আর্জেন্টিনা-সৌদি আরবের খেলা শেষে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিলের ৫ সমর্থক আহত হন। আহতদের মধ্যে দুজনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকি তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, রাতে আহত অবস্থায় দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। তাদেরকে চিকিৎসা চলছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানায় বুধবার একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস আওয়ার/২৩ নভেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: