ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু

  • পোস্ট হয়েছে : ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • 71

বিজনেস আওয়ার প্রতিবেদক: কারোনার প্রাদুর্ভাব কাটিয়ে দেশের অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে বুধবার (১৯ আগস্ট) ব্যাংকগুলো স্বাভাবিক গতিতে কার্যক্রম শুরু করেছে। গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

কারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের তফসিলি ব্যাংকসমূহ এখন থেকে নিরবচ্ছিন্নভাবে স্বাভাবিক দাপ্তরিক-ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। ঝুঁকিপূর্ণ (বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা) কোভিড-১৯ এ আক্রান্ত কর্মকর্তা-কর্মচারী ও সন্তান সম্ভবা নারীরা চিকিৎসকের প্রত্যয়ন/মেডিকেল সার্টিফিকেট স্ব-স্ব কর্তৃপক্ষের নিকট দাখিল করে অফিসে আগমন থেকে বিরত থাকবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংকসমূহের সান্ধ্যকালীন এবং প্রযোজ্য ক্ষেত্রে সাপ্তাহিক ছুটিকালীন (শুক্রবার ও শনিবার) কার্যক্রম স্বাভাবিক নিয়মে আগের মত পরিচালিত হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে।

বিজনেস আওয়ার/১৯ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু

পোস্ট হয়েছে : ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: কারোনার প্রাদুর্ভাব কাটিয়ে দেশের অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে বুধবার (১৯ আগস্ট) ব্যাংকগুলো স্বাভাবিক গতিতে কার্যক্রম শুরু করেছে। গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

কারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের তফসিলি ব্যাংকসমূহ এখন থেকে নিরবচ্ছিন্নভাবে স্বাভাবিক দাপ্তরিক-ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। ঝুঁকিপূর্ণ (বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা) কোভিড-১৯ এ আক্রান্ত কর্মকর্তা-কর্মচারী ও সন্তান সম্ভবা নারীরা চিকিৎসকের প্রত্যয়ন/মেডিকেল সার্টিফিকেট স্ব-স্ব কর্তৃপক্ষের নিকট দাখিল করে অফিসে আগমন থেকে বিরত থাকবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংকসমূহের সান্ধ্যকালীন এবং প্রযোজ্য ক্ষেত্রে সাপ্তাহিক ছুটিকালীন (শুক্রবার ও শনিবার) কার্যক্রম স্বাভাবিক নিয়মে আগের মত পরিচালিত হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে।

বিজনেস আওয়ার/১৯ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: