স্পোর্টস ডেস্ক: কিকে সেতিয়েনের পর এবার ক্রীড়া পরিচালক এরিক আবিদালকেও ছাঁটাই করল বার্সেলোনা। মঙ্গলবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বার্সা জানিয়েছে, বার্সেলোনা এবং এরিক আবিদাল উভয়পক্ষই চুক্তির সমাপ্তি টানতে রাজি হয়েছে।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নেয়ার পর সেতিয়েনকে সোমবার (১৭ আগস্ট) বরখাস্ত করে বার্সেলোনা। এর একদিন পরেই আবিদালও বরখাস্ত হলেন।
বার্সার হয়ে সেতিয়েনকে ক্যাম্প ন্যু ছাড়ার দরজা দেখানোই ছিল আবিদালের শেষ দায়িত্ব পালন। এরপর নিজের সেই রাস্তায় হাঁটলেন তিনি। সেতিয়েন ও আবিদাল গেলেও বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তমেউ এখনও বহাল তবিয়তে টিকে আছেন।
মূলত চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে লা লিগার শিরোপা খোয়ানোর পর থেকেই বার্সায় পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করে। এরপর এলো বায়ার্ন ঝড়। তাতে নৌকার মাঝি সেতিয়েন হাওয়া হয়ে গেলেন। আবিদালের বিদায়ও ছিল অনুমিতই।
বিজনেস আওয়ার/১৯ আগস্ট, ২০২০/এ