ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

  • পোস্ট হয়েছে : ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • 69

বিজনেস আওয়ার প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর আবু বকর সিদ্দিক (৫) নামে এক শিশুর গলাকাটা অবস্থায় বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক প্রতিবেশিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে শহরের কান্দিপাড়া এলাকায় পাশের বাড়ির টিউবওয়েলের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার হাসান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শিশু আবু বকরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে বাড়ির লোকজন পার্শ্ববর্তী এক বাড়ির টিউবওয়লের পাশে আবু বকরকে রক্তাক্ত অবস্থায় বস্তাবন্দি দেখতে পায়।

পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রতিবেশী সাব্বিরের ঘরে রক্তের দাগ পাওয়ায় সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাটির গভীর তদন্ত চলছে। দ্রুত রহস্য উদঘাটন করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিজনেস আওয়ার/২৬ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

পোস্ট হয়েছে : ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর আবু বকর সিদ্দিক (৫) নামে এক শিশুর গলাকাটা অবস্থায় বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক প্রতিবেশিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে শহরের কান্দিপাড়া এলাকায় পাশের বাড়ির টিউবওয়েলের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার হাসান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শিশু আবু বকরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে বাড়ির লোকজন পার্শ্ববর্তী এক বাড়ির টিউবওয়লের পাশে আবু বকরকে রক্তাক্ত অবস্থায় বস্তাবন্দি দেখতে পায়।

পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রতিবেশী সাব্বিরের ঘরে রক্তের দাগ পাওয়ায় সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাটির গভীর তদন্ত চলছে। দ্রুত রহস্য উদঘাটন করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিজনেস আওয়ার/২৬ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: