স্পোর্টস ডেস্ক: লাইপজিগে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলে আবেগে ভাসছিলেন দলের অন্যতম সেরা তারকা নেইমার! আবেগবশতই হয়ে মাঠে একটা ভুল করে বসেছেন! লাইপজিগের মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি বদল করেছেন নেইমার। এই ভুলের কারণে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিষিদ্ধ থাকতে পারেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
করোনাভাইরাসের কারনে ফুটবলে যেসব নিয়মে পরিবর্তন এসেছে তার মধ্যে একটি এই জার্সি বদলে নিষেধাজ্ঞা। যুগ যুগ ধরে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সম্প্রীতির নমুনা হিসেবে জার্সি বদলের রেওয়াজ চালু থাকলেও করোনাকালে এটা নিষিদ্ধ। খেলোয়াড়দের মধ্যে জীবাণু সংক্রমিত হতে পারে এই ভয়ে জার্সি বদলে নিষেধজ্ঞা জারি করেছে উয়েফা। আর নেইমার কাল সেটাই করে ফেলেছেন।
উয়েফার নিয়মে বলা হয়েছে, কেউ জার্সি বদলের নিয়ম ভাঙলে তাকে এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে। সেলফ আইসোলেশনে থাকতে হবে ১২ দিন। এই নিয়ম যদি মানা হয় তাহলে স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিষিদ্ধ থাকতে হবে নেইমারকে।
তেমনটা হলে চ্যাম্পিয়ন্স লিগে আরেকটা বিষাদময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে নেইমারের। কারণ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চ্যালেঞ্জ নিয়েই ২০১৭ সালে বর্সেলোনা থেকে পিএসজিতে গিয়েছেন। বার্সেলোনাতেও অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে সেটা নেইমারের না যতোটা তার চেয়ে বেশি লিওনেল মেসির।
পিএসজিতে গিয়ে গত দুই মৌসুম পুরো ব্যর্থ নেইমার। পিএসজিও চ্যাম্পিয়ন্স লিগের বেশিদূর এগুতে পারেনি। এবার ব্রাজিলিয়ান সুপারস্টার খেলছেনও দুর্দান্ত। বলতে হবে নেইমারের কাঁধে চড়েই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট পেয়েছে পিএসজি। আর মাত্র একটা ম্যাচ অর্থাৎ ফাইনালটা টপকাতে পারলেই স্বপ্ন পূরণ হবে নেইমারের। কিন্তু অসাবধানতায় এখন সেই ফাইনাল খেলা নিয়েই শঙ্কা!
বিজনেস আওয়ার/১৯ আগস্ট, ২০২০/এ