আন্তর্জাতিক ডেস্ক: ভাতের থালায় পিঁপড়া থাকায় ঝগড়ার জেরে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার সুন্দরগড়ে।
খাওয়ার সময় ভাতে পিঁপড়া দেখতে পেয়ে স্ত্রীর কাছে এর কারণ জানতে চেয়েছিলেন স্বামী। এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। একপর্যায়ে স্বামীর গলায় উড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার স্ত্রীর।
শুক্রবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও এবং টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কাজ সেরে বাড়িতে ফিরে হাত-মুখ ধুয়েই স্ত্রীর কাছে খাবার চান স্বামী। এর কিছুক্ষণ পর ভাত নিয়ে আসেন স্ত্রী। কিন্তু ভাতে পিঁপড়া দেখতে পান স্বামী। ক্ষুধা পেটে ভাতে পিঁপড়া দেখেই রেগে যান স্বামী।
এ নিয়ে একপর্যায়ে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। সেই কথা কাটাকাটি তুমুল ঝগড়ায় রূপ নিলে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেন স্ত্রী।
জানা গেছে, স্ত্রীর হাতে খুন হওয়া ব্যক্তির নাম হেমন্ত বাগ (৩৫)। পেশায় গাড়িচালক। অভিযুক্ত স্ত্রীর নাম সরিতা। হেমন্ত এবং সরিতার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের মেয়ের নাম হেমতলা (৭) এবং ছেলের নাম সৌম (৪)।
এ ঘটনার পর হেমন্তের বাবা শশীভূষণ বাগ থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজনেস আওয়ার/২৬ নভেম্বর, ২০২২/এএইচএ