ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাগনেট পিলারের লোভ দেখিয়ে প্রতারণা, নারী আটক

  • পোস্ট হয়েছে : ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • 71

বিজনেস আওয়ার প্রতিবেদক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় মুল্যবান সীমানা ম্যাগনেট পিলারের লোভ দেখিয়ে চট্টগ্রামের এক যুবকের সঙ্গে প্রতারণার অভিযোগে বেলি বেগম (৩৫) নামের এক নারীকে খেলনা পিস্তলসহ আটক করেছে পুলিশ। ওই নারী কচাকাটার সতিপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী।

রোববার (২৭ নভেম্বর) সকালে আটক ওই নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শনিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার সতিপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রতারণার শিকার আলী আশরাফ চট্টগ্রামের মিরসরাই থানার নন্দীগ্রাম এলাকার আবুল খায়েরের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সতিপুর এলাকার আপেল নামে এক ব্যক্তি চট্টগ্রামে গার্মেন্টে চাকরির সুবাদে ওই এলাকার আলী আশরাফের সঙ্গে পরিচয় হয়। পরে বাড়িতে এসে আপেল তার মোবাইল ফোনে আলী আশরাফকে জানান, তার মামির কাছে ম্যাগনেট সীমানা পিলার রয়েছে। যার মূল্য অনেক টাকা বলে লোভ দেখিয়ে তাকে কুড়িগ্রাম ডেকে নিয়ে আসেন।

কালো টেপ দিয়ে মোড়ানো ভুয়া সিমেন্টের সীমানা পিলার দেখিয়ে টাকা দাবি করেন আপেল ও তার পাতানো মামি বেলি বেগমসহ ৩-৪ জন। টাকা দিতে না পারায় আলী আশরাফকে হত্যা করবেন বলে ভয় দেখান তারা। একপর্যায়ে ওই নারী ও তার সঙ্গীরা আলী আশরাফকে ঘরে রেখে দরজা বন্ধ করে দেন। ভুক্তভোগী আলী আশরাফ জীবন বাঁচাতে ঘরের দরজা ভেঙে দৌড়ে গিয়ে বাড়ির পাশে ধানক্ষেতে লুকিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে আটক করলে বিস্তারিত জানান আলী আশরাফ। পরে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী আলী আশরাফ বলেন, ‘ম্যাগনেট সীমানা পিলারের লোভ দেখিয়ে শনিবার আমাকে ডেকে আনেন আপেল ও তার মামি। শনিবার রাতে আমাকে একটি বাড়িতে নিয়ে ভুয়া সীমানা পিলার দেখান এবং টাকা দাবি করেন তারা। আমি টাকা দিতে না পারায় আমাকে নির্যাতন শুরু করেন এবং হত্যার হুমকি দেন। কোনো রকমে পালিয়ে জীবন বাঁচিয়েছি। পরে থানায় এসে তাদের নামে মামলা করেছি।’

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলী আশরাফ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। প্রতারণায় ব্যবহৃত সিমেন্টের তৈরি ভুয়া সীমানা পিলার, খেলনা পিস্তল ও ছুরি উদ্ধার করা হয়েছে। প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে, বাকিদের আটকের চেষ্টা চলছে।

বিজনেস আওয়ার/২৭ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ম্যাগনেট পিলারের লোভ দেখিয়ে প্রতারণা, নারী আটক

পোস্ট হয়েছে : ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় মুল্যবান সীমানা ম্যাগনেট পিলারের লোভ দেখিয়ে চট্টগ্রামের এক যুবকের সঙ্গে প্রতারণার অভিযোগে বেলি বেগম (৩৫) নামের এক নারীকে খেলনা পিস্তলসহ আটক করেছে পুলিশ। ওই নারী কচাকাটার সতিপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী।

রোববার (২৭ নভেম্বর) সকালে আটক ওই নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শনিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার সতিপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রতারণার শিকার আলী আশরাফ চট্টগ্রামের মিরসরাই থানার নন্দীগ্রাম এলাকার আবুল খায়েরের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সতিপুর এলাকার আপেল নামে এক ব্যক্তি চট্টগ্রামে গার্মেন্টে চাকরির সুবাদে ওই এলাকার আলী আশরাফের সঙ্গে পরিচয় হয়। পরে বাড়িতে এসে আপেল তার মোবাইল ফোনে আলী আশরাফকে জানান, তার মামির কাছে ম্যাগনেট সীমানা পিলার রয়েছে। যার মূল্য অনেক টাকা বলে লোভ দেখিয়ে তাকে কুড়িগ্রাম ডেকে নিয়ে আসেন।

কালো টেপ দিয়ে মোড়ানো ভুয়া সিমেন্টের সীমানা পিলার দেখিয়ে টাকা দাবি করেন আপেল ও তার পাতানো মামি বেলি বেগমসহ ৩-৪ জন। টাকা দিতে না পারায় আলী আশরাফকে হত্যা করবেন বলে ভয় দেখান তারা। একপর্যায়ে ওই নারী ও তার সঙ্গীরা আলী আশরাফকে ঘরে রেখে দরজা বন্ধ করে দেন। ভুক্তভোগী আলী আশরাফ জীবন বাঁচাতে ঘরের দরজা ভেঙে দৌড়ে গিয়ে বাড়ির পাশে ধানক্ষেতে লুকিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে আটক করলে বিস্তারিত জানান আলী আশরাফ। পরে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী আলী আশরাফ বলেন, ‘ম্যাগনেট সীমানা পিলারের লোভ দেখিয়ে শনিবার আমাকে ডেকে আনেন আপেল ও তার মামি। শনিবার রাতে আমাকে একটি বাড়িতে নিয়ে ভুয়া সীমানা পিলার দেখান এবং টাকা দাবি করেন তারা। আমি টাকা দিতে না পারায় আমাকে নির্যাতন শুরু করেন এবং হত্যার হুমকি দেন। কোনো রকমে পালিয়ে জীবন বাঁচিয়েছি। পরে থানায় এসে তাদের নামে মামলা করেছি।’

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলী আশরাফ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। প্রতারণায় ব্যবহৃত সিমেন্টের তৈরি ভুয়া সীমানা পিলার, খেলনা পিস্তল ও ছুরি উদ্ধার করা হয়েছে। প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে, বাকিদের আটকের চেষ্টা চলছে।

বিজনেস আওয়ার/২৭ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: