বিজনেস আওয়ার প্রতিবেদক : ডু অর ডাই ম্যাচে স্পেনের সাথে ড্র করেছে জামানি। স্পেনের সঙ্গে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করে শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে তারা।
খেলার শুরুতেই জার্মানি গোল দিয়েছিল। তবে অফসাইডের খপ্পরে পড়ে জার্মানদের সেই গোল কাটা গেছে। ফলে প্রথমার্ধে ০-০ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
তবে দ্বিতীয়ার্ধে জার্মানদের রীতিমতো চেপে ধরে স্পেন। ৬২ মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় লুইস এনরিকের দল। ৮৩তম মিনিটে সেই গোল শোধ দিয়ে সমতায় ফেরে জার্মানি।
কোস্টারিকা জাপানকে হারিয়ে জার্মানির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। যে কারণে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের বিপক্ষে ড্র করলেও জার্মানির বিশ্বকাপ যাত্রা থামছে না।
শেষ ম্যাচে জার্মানি কোস্টারিকার বিপক্ষে জয় পেলে আর স্পেন তাদের শেষ ম্যাচে জাপানকে পরাজিত করলে গোল ব্যবধানে এগিয়ে থেকে নকআউট নিশ্চিত করবে।
বিজনেস আওয়ার/২৮ নভেম্বর, ২০২২/কমা