আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে ভূমিধসে ১৪ জন নিহত হয়েছেন। রবিবার (২৭ নভেম্বর) দেশটির রাজধানী ইয়াউন্দে এ ঘটনা ঘটে।
বার্তাসংস্থা রয়টার্সের তথ্যমতে, প্রায় ২০ মিটার উঁচু মাটির একটি বাঁধের গোড়ায় অবস্থিত ফুটবল মাঠে অন্ত্যেষ্টিক্রিয়ায় বহু মানুষ অংশ নিয়েছিলেন। হঠাৎ সেটি তাদের ওপর ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
মৃতদেহগুলো হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিজনস আওয়ার/২৮ নভেম্বর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: