বিজনেস আওয়ার প্রতিবেদক: ভারতে করোনা ভাইরাস তৈরি হলে বাংলাদেশ আগে অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। বুধবার (১৯ আগস্ট) হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশ এবং মিয়ানমার উভয়েই ভারতের প্রতিবেশি বন্ধু রাষ্ট্র। রোহিঙ্গা সংকট যাতে সহজে মিটে যায় এবং রোহিঙ্গারা নিজেদের বসতভিটায় ফিরতে পারে সে জন্য ভারত কাজ করছে।
শ্রিংলা বলেন, উন্নয়নের জন্য দুইদেশ একসঙ্গে অনেক কাজ করছে, সামনের দিনগুলোতে আরও কাজ করবে। দুই দেশের মধ্যে সম্পর্কের সোনালি অধ্যায় চলছে। এই সম্পর্ক বহমান থাকবে এবং আগামীতে আরও শক্তিশালী হবে, যাতে উন্নয়ন নিশ্চিত করা যায়।
উল্লেখ্য, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ঢাকায় এসেছেন শ্রিংলা। ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। আজ বুধবার তিনি ঢাকা ত্যাগ করবেন।
বিজনেস আওয়ার/১৯ আগস্ট, ২০২০/এ