ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উচ্চশিক্ষার ক্ষেত্রে বয়সের বাধা থাকা উচিত নয়: শিক্ষামন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • 45

বিজনেস আওয়ার প্রতিবেদক: উচ্চশিক্ষার ক্ষেত্রে বয়সের বাধা থাকা উচিত নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দ্রুততার সাথে এটি করতে পারলে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের কোনো বয়সের বাধা থাকবে না।

তিনি বলেন, কারিগরি শিক্ষার দ্বার আমরা সবার জন্য উন্মুক্ত করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বয়সের বাধা আমরা তুলে দিতে চাই।

সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উচ্চ মাধ্যমিকে ভর্তিতে আসন সংকট হবে না জানিয়ে মন্ত্রী আরও বলেন, মাধ্যমিকে যে সংখ্যায় পাস করে তার চেয়ে আমাদের আসন সংখ্যা বেশি রয়েছে। তাই মাধ্যমিকে পাস করা সব শিক্ষার্থী ভর্তি হওয়ার পরও আসন খালি খাকবে।

তিনি বলেন, নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী মূল্যায়ন পদ্ধতি পরিবর্তিত হচ্ছে। এরইমধ্যে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, বিজ্ঞান নিয়ে কিছু শিক্ষার্থীর মধ্যে ভীতি কাজ করে। উপযুক্ত শিক্ষকের অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন কারিকুলামে পড়ে-বুঝেই পরের ক্লাসে যেতে হবে। কেউ পারবে না বলে শিক্ষক তাকে বিজ্ঞান বিভাগে পড়া থেকে বঞ্চিত করবে সে পরিস্থিতি থাকছে না।

বিজনেস আওয়ার/২৮ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

উচ্চশিক্ষার ক্ষেত্রে বয়সের বাধা থাকা উচিত নয়: শিক্ষামন্ত্রী

পোস্ট হয়েছে : ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: উচ্চশিক্ষার ক্ষেত্রে বয়সের বাধা থাকা উচিত নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দ্রুততার সাথে এটি করতে পারলে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের কোনো বয়সের বাধা থাকবে না।

তিনি বলেন, কারিগরি শিক্ষার দ্বার আমরা সবার জন্য উন্মুক্ত করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বয়সের বাধা আমরা তুলে দিতে চাই।

সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উচ্চ মাধ্যমিকে ভর্তিতে আসন সংকট হবে না জানিয়ে মন্ত্রী আরও বলেন, মাধ্যমিকে যে সংখ্যায় পাস করে তার চেয়ে আমাদের আসন সংখ্যা বেশি রয়েছে। তাই মাধ্যমিকে পাস করা সব শিক্ষার্থী ভর্তি হওয়ার পরও আসন খালি খাকবে।

তিনি বলেন, নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী মূল্যায়ন পদ্ধতি পরিবর্তিত হচ্ছে। এরইমধ্যে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, বিজ্ঞান নিয়ে কিছু শিক্ষার্থীর মধ্যে ভীতি কাজ করে। উপযুক্ত শিক্ষকের অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন কারিকুলামে পড়ে-বুঝেই পরের ক্লাসে যেতে হবে। কেউ পারবে না বলে শিক্ষক তাকে বিজ্ঞান বিভাগে পড়া থেকে বঞ্চিত করবে সে পরিস্থিতি থাকছে না।

বিজনেস আওয়ার/২৮ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: