ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কর্মী জেলে, ধান কেটে দিলেন বিএনপি নেতা-কর্মীরা

  • পোস্ট হয়েছে : ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • 42

বিজনেস আওয়ার প্রতিবেদক: শেরপুরের শ্রীবরদী উপজেলায় রাজনৈতিক মামলায় কারাগারে থাকা কর্মীর পাকা ধান কেটে দিয়েছেন শ্রীবরদী উপজেলা কৃষক দল, যুবদল ও বিএনপির শতাধিক নেতাকর্মীরা। কারাগারে থাকা জানু মিয়া রানীশিমুল ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের কর্মী।

গত ১৮ নভেম্বর বিএনপির এক সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে পুলিশের হাতে আটক হন কৃষক জানু মিয়া। তার পরিবারের ধানকাটার শ্রমিকের মজুরি দেওয়ার সামর্থ্য না থাকায় চিন্তায় ছিল পরিবার।

এ অবস্থায় দলীয় কর্মীর বিপদে এগিয়ে এসেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গত শনিবার দুপুর থেকে তারা জানু মিয়ার জমির ধান কাটা শুরু করেন।

ঘটনাটি উপজেলার রানীশিমুল ইউনিয়নের চক্রপুর গ্রামের। জানু মিয়া কারাগারে থাকলেও গতকাল রোববার তার জমিতে ধান কাটা চলছিল।

উপজেলা যুবদলের সদস্য সচিব ইখলাছুর রহমান লিটন বলেন, ‘গরিব কৃষক জানু মিয়া আমাদের কর্মী। তিনি কারাগারে থাকায় পরিবারের লোকজন জমির পাকা ধান কাটতে পারেননি। এ নিয়ে পরিবারে চরম হতাশা বিরাজ করছিল।’

তিনি জানান, শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বিষয়টি জানতে পারেন। পরে তিনি দলীয় নেতা-কর্মীদের জানু মিয়ার ধান কেটে দেওয়ার নির্দেশ দেন।

ইখলাছুর রহমান লিটন বলেন, ‘নির্দেশ পেয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও কৃষক দলের নেতা-কর্মীরা ধান কাটতে সহযোগিতা করেন।’

দলীয় সূত্র জানায়, গত ১৮ নভেম্বর শ্রীবরদীতে বিএনপির কর্মী সমাবেশ ছিল। সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে পুলিশের হাতে জানু মিয়া আটক হন। বর্তমানে তিনি শেরপুর জেলা কারাগারে আছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার শিকদার বলেন, ১৮ নভেম্বর বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়। তাদের মধ্যে জানু মিয়াও ছিলেন। তবে তিনি জামিন পেয়েছেন কি না, জানা নেই।

বিজনেস আওয়ার/২৮ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কর্মী জেলে, ধান কেটে দিলেন বিএনপি নেতা-কর্মীরা

পোস্ট হয়েছে : ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: শেরপুরের শ্রীবরদী উপজেলায় রাজনৈতিক মামলায় কারাগারে থাকা কর্মীর পাকা ধান কেটে দিয়েছেন শ্রীবরদী উপজেলা কৃষক দল, যুবদল ও বিএনপির শতাধিক নেতাকর্মীরা। কারাগারে থাকা জানু মিয়া রানীশিমুল ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের কর্মী।

গত ১৮ নভেম্বর বিএনপির এক সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে পুলিশের হাতে আটক হন কৃষক জানু মিয়া। তার পরিবারের ধানকাটার শ্রমিকের মজুরি দেওয়ার সামর্থ্য না থাকায় চিন্তায় ছিল পরিবার।

এ অবস্থায় দলীয় কর্মীর বিপদে এগিয়ে এসেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গত শনিবার দুপুর থেকে তারা জানু মিয়ার জমির ধান কাটা শুরু করেন।

ঘটনাটি উপজেলার রানীশিমুল ইউনিয়নের চক্রপুর গ্রামের। জানু মিয়া কারাগারে থাকলেও গতকাল রোববার তার জমিতে ধান কাটা চলছিল।

উপজেলা যুবদলের সদস্য সচিব ইখলাছুর রহমান লিটন বলেন, ‘গরিব কৃষক জানু মিয়া আমাদের কর্মী। তিনি কারাগারে থাকায় পরিবারের লোকজন জমির পাকা ধান কাটতে পারেননি। এ নিয়ে পরিবারে চরম হতাশা বিরাজ করছিল।’

তিনি জানান, শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বিষয়টি জানতে পারেন। পরে তিনি দলীয় নেতা-কর্মীদের জানু মিয়ার ধান কেটে দেওয়ার নির্দেশ দেন।

ইখলাছুর রহমান লিটন বলেন, ‘নির্দেশ পেয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও কৃষক দলের নেতা-কর্মীরা ধান কাটতে সহযোগিতা করেন।’

দলীয় সূত্র জানায়, গত ১৮ নভেম্বর শ্রীবরদীতে বিএনপির কর্মী সমাবেশ ছিল। সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে পুলিশের হাতে জানু মিয়া আটক হন। বর্তমানে তিনি শেরপুর জেলা কারাগারে আছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার শিকদার বলেন, ১৮ নভেম্বর বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়। তাদের মধ্যে জানু মিয়াও ছিলেন। তবে তিনি জামিন পেয়েছেন কি না, জানা নেই।

বিজনেস আওয়ার/২৮ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: