বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের সার্জেন্ট পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।
রোববার (২৭ নভেম্বর) গভীর রাতে র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তির নাম মো. ইউসুফ (৪২)। তিনি মুন্সীগঞ্জের সিরাজদীখানের নীমতলীর (বেপারি বাড়ি) মৃত মোকসেদ বেপারির ছেলে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (২৮ নভেম্বর) র্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ইউসুফ গত ১৬ নভেম্বর সাদ্দাম (৩২) নামে এক ব্যক্তিকে র্যাবের পরিচয় দিয়ে যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক রোড এলাকা থেকে মোটরসাইকেল যোগে শনির আখড়ায় নিয়ে যান। সেখানে গিয়ে সাদ্দামকে মামলা দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে থাকা ২০ হাজার টাকা দাবি করেন। সাদ্দাম ভয়ে তার আত্মীয় স্বজনের কাছ থেকে ১০ হাজার টাকা এনে ইউসুফকে দেন।
এছাড়াও গ্রেফতার ইউসুফ র্যাবের বিভিন্ন কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিত বলেও জানায়।
গ্রেফতারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বিজনেস আওয়ার/২৮ নভেম্বর, ২০২২/এএইচএ