বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউরোপের শক্তিশালী দল সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ‘জি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে নিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় দরকার ছিল ব্রাজিলের। ব্রাজিল সেটা করে দেখাল ঠিকঠাকভাবেই। আর তাতে এক ম্যাচ হাতে রেখেই নক আউট পর্বের টিকিট কাটল সেলেসাওরা।
খেলার শুরুতে তেমন ভালো কোনো মুভমেন্ট দেখা যায়নি ব্রাজিলের। তবে ২৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র দারুণ চেষ্টা করেছিলেন। সুইজারল্যান্ডের গোলের কাছেও পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু সুইস গোলরক্ষক তা রুখে দেন। আর এভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
এরপর দ্বিতীয়ার্ধ শুরু হলে একটি গোল সেমি অটোমেটেড অফসাইড টেকনোলিজে পড়ে বাতিল করে দেওয়া হয়। অবশেষে কাঙ্খিত সেই গোল আসে ৮৩তম মিনিটে। ম্যাচের মাত্র ৭ মিনিট বাকি থাকতে ক্যাসেমিরোর পা থেকে। আর এর মাধ্যমেই দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করে ব্রাজিল।
বিজনেস আওয়ার/২৯ নভেম্বর, ২০২২/কমা