বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৬৪ কোটি ৬১ লাখের বেশি মানুষ। আর ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে ৬৬ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৬৪ কোটি ৬৫ লাখ ১০ হাজার ২৪৫ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ততা দাঁড়িয়েছিল ৬৪ কোটি ৬১ লাখ ৯৪ হাজার ২১৬ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৩ লাখ ১৬ হাজার ০২৯ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে ৬৬ লাখ ৩৭ হাজার ৬৩০ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিল ৬৬ লাখ ৩৬ হাজার ৩৬৪ জন। একদিনে ভাইরাসটিতে প্রাণ হারায় একহাজার ২৬৬ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছে ৬২ কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৮২৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ০৫ লাখ ০৭ হাজার ৯২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ০৪ হাজার ৭৭৯ জন মানুষ মারা গেছেন।
করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৭৩ হাজার ১৭০ জন। দেশটিতে তৃতীয় সর্বোচ্চ ৫ লাখ ৩০ হাজার ৬১৫ জন প্রাণ হারিয়েছে। তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৭৬ লাখ ৮৬ হাজার ৬০৩ জন শনাক্ত হয়েছে ফ্রান্সে। দ্বিতীয় সর্বোচ্চ ৬ লাখ ৮৯ হাজার ৬০১ জন প্রাণ হারিয়েছে ব্রাজিলে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/২৯ নভেম্বর, ২০২২/কমা