বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে চলতি বছর পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাব দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেন।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হলেও সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে নিজ নিজ বিদ্যালয়ে পরীক্ষা নেয়া হতে পারে। তবে অষ্টম শ্রেণি শেষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার বিষয়ে এখনো জানা যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই প্রস্তাব অনুমোদিত হলে পরীক্ষার ভিত্তিতে যে বৃত্তি দেয়া হয়, তা এবার দেয়া হবে না।
বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, চলতি বছর পঞ্চম শ্রেণির পাবলিক পরীক্ষা না নিতে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সম্মতি দিয়ে এবার সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা আয়োজন করা হবে না। যতটুকু পড়ানো হয়েছে তার ওপর ক্লাস মূল্যায়ন করে সনদ প্রদান করা হবে।
এদিকে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, করোনার সংক্রমনের মধ্যে দেশের সকল বিদ্যালয় খুললে স্বাস্থ্যবিধি মেনে তা কীভাবে চলবে, সে বিষয়েও একগুচ্ছ পরিকল্পনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তৈরি করছে। তবে এ বিষয়টিও নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনার ওপর।
বিজনেস আওয়ার/১৯ আগস্ট, ২০২০/এ