ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘এনআইডি’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরের সিদ্ধান্ত সরকারের: ইসি সচিব

  • পোস্ট হয়েছে : ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • 82

বিজনেস আওয়ার প্রতিবেদক:

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগ নির্বাচন কমিশন (ইসি) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত সরকারের বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। সরকার যেটা বাস্তবায়ন করবে, আমাদের সেটাই করতে হবে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মো. জাহাংগীর আলম বলেন, এনআইডির বিষয়টি একটি সরকারি সিদ্ধান্ত। কমিশন ইতিমধ্যেই তাদের বক্তব্য স্পষ্ট করেছে। সরকার যেটা বাস্তবায়ন করবে আমাদের সেটাই করতে হবে। এটার সাথে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও একমত হয়েছেন। তবে কর্মকর্তারা এনআইডি ইসির অধীনে রাখার বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ইতিমধ্যে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, তারা এ নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন। রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন তাই হবে। এটা (এনআইডি) এখানে থাকার কতগুলো ভালো দিক আছে। এটা আমাদের কাছে রাখা হয়েছিল এখন সরকার এটা নিয়ে যেতে চায়। প্লাস, মাইনাস অনেক বিষয় আছে। রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রধান, আমাদের গার্ডিয়ান, সরকারেরও গার্ডিয়ান; কাজেই তিনি যেটা ভালো মনে করেন, সেটাই হবে।

তিনি আরও বলেন, সরকারপ্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। তিনিও অনেক বিষয় রাষ্ট্রপতি সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন। কাজেই তারা যেটা ভালো মনে করে করবেন সেটার সঙ্গেই আমরা একমত হব।

বিজনেস আওয়ার/২৯ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘এনআইডি’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরের সিদ্ধান্ত সরকারের: ইসি সচিব

পোস্ট হয়েছে : ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক:

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগ নির্বাচন কমিশন (ইসি) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত সরকারের বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। সরকার যেটা বাস্তবায়ন করবে, আমাদের সেটাই করতে হবে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মো. জাহাংগীর আলম বলেন, এনআইডির বিষয়টি একটি সরকারি সিদ্ধান্ত। কমিশন ইতিমধ্যেই তাদের বক্তব্য স্পষ্ট করেছে। সরকার যেটা বাস্তবায়ন করবে আমাদের সেটাই করতে হবে। এটার সাথে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও একমত হয়েছেন। তবে কর্মকর্তারা এনআইডি ইসির অধীনে রাখার বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ইতিমধ্যে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, তারা এ নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন। রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন তাই হবে। এটা (এনআইডি) এখানে থাকার কতগুলো ভালো দিক আছে। এটা আমাদের কাছে রাখা হয়েছিল এখন সরকার এটা নিয়ে যেতে চায়। প্লাস, মাইনাস অনেক বিষয় আছে। রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রধান, আমাদের গার্ডিয়ান, সরকারেরও গার্ডিয়ান; কাজেই তিনি যেটা ভালো মনে করেন, সেটাই হবে।

তিনি আরও বলেন, সরকারপ্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। তিনিও অনেক বিষয় রাষ্ট্রপতি সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন। কাজেই তারা যেটা ভালো মনে করে করবেন সেটার সঙ্গেই আমরা একমত হব।

বিজনেস আওয়ার/২৯ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: