বিজনেস আওয়ার প্রতিবেদক : আয়কর রিটার্ন জমা দেয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। করদাতারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) এনবিআরের সম্মেলন কক্ষে চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ ঘোষণা দেন। আগের ঘোষণা অনুযায়ী আজ ৩০ নভেম্বর ছিল রিটার্ন দাখিলের শেষ দিন।
তিনি বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের কথা বিবেচনা করে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবি ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়েছে। আশা করছি এ সময়ের মধ্যে করদাতারা সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন।
বুধবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলেও জানায় এনবিআর।
দেশে বর্তমানে করদাতার সংখ্যা ৮২ লাখের বেশি।তবে এখন পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন ২২ লাখের মতো।
বিজনেস আওয়ার/৩০ নভেম্বর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: