বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রয়াত মেয়র আনিসুল হকের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বুধবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে আনিসুল হকের কবরে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, ১১নং ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, সংরক্ষিত নারী কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে প্রয়াত মেয়র আনিসুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ডিএনসিসির বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম পূর্বনির্ধারিত ‘Global Water & Sanitation launch ceremony’ অনুষ্ঠানে অংগ্রহণের জন্য বিদেশে অবস্থান করায় তিনি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে থাকতে পারেননি।
প্রসঙ্গত, প্রয়াত আনিসুল হক ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। তিনি একজন ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং টেলিভিশন উপস্থাপকও ছিলেন। এছাড়া বিজিএমই-এর সভাপতি, এফবিসিসিআইর এবং পরবর্তীতে সার্ক চেম্বারের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মেয়র আনিসুল হক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০.২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে তার মৃত্যু হয়।
বিজনেস আওয়ার/৩০ নভেম্বর, ২০২২/এএইচএ