স্পোর্টস ডেস্ক: লিওঁকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। দলের হয়ে জোড়া গোল করেন সের্গে জিনাব্রি। বাকি গোলটি রবার্তো লেভানদোভস্কির। ইউরোপসেরার লড়াইয়ে এ নিয়ে ১১তম বারের মতো ফাইনালে ওঠল মিউনিখের দলটি। ফাইনালে তারা লড়বে পিএসজির বিপক্ষে।
ম্যাচের ১৮তম মিনিটে গোলের দেখা পায় বায়ার্ন। মাঝমাঠ থেকে লম্বা পাস ধরে বক্সের বাইরে থেকেই বুলেট গতির এক শটে গোল করেন সের্গে জিনাব্রি। প্রথম গোলের পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বায়ার্ন। ফলক পেয়ে যায় হাতে নাতে। ৩৩তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন নাব্রি।
দুই গোলে পিছিয়ে বিরতিতে যাওয়া লিঁও ফের নতুন উদ্যমে লড়াই শুরু করে। কিন্তু আগের মতোই ফরোয়ার্ডরা ব্যর্থতার পরিচয় দেন। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেই ম্যাচের শেষভাগে এসে আরও এক গোল পেয়ে যায় বায়ার্ন। ৮৮ মিনিটে এই গোল করেন লেভানদোভস্কি।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের ইতিহাসে বায়ার্নের এটি ১১তম ফাইনাল। আর ষষ্ঠ শিরোপা জয়ের জন্য জার্মান জায়ান্টরা মুখোমুখি হবে আরেক ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি)। আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সময় রাত একটায় ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অনুষ্ঠিত হবে।
বিজনেস আওয়ার/২০ আগস্ট, ২০২০/এ