ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতেও ‘খালেদা-তারেকে’র সম্মানে মঞ্চে চেয়ার

  • পোস্ট হয়েছে : ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • 46

বিজনেস আওয়ার প্রতিবেদক: পরিবহন ধর্মঘট-সহ নানা প্রতিবন্ধকতার মধ্যে শনিবার( ৩ ডিসেম্বর) রাজশাহীতে নবম বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটির রাজশাহী মহানগর শাখা নগরীর মাদরাসা মাঠে এই সমাবেশের আয়োজন করেছে।

ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চে অতিথিদের আসনের জায়গায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রাখা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে একাই মঞ্চে বসে থাকতে দেখা গেছে।

এদিকে সমাবেশের তিন দিন আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। সকালে মাদরাসা মাঠে দলীয় নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা গেছে। এ সময় স্লোগানে মুখর ছিল মাঠ।

শুক্রবার গণসমাবেশস্থলে মঞ্চ পরিদর্শন করতে যান বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার। তিনি অভিযোগ করেন যে সমাবেশে আসার পথে পুলিশ কর্মী-সমর্থকদের বাধা দিচ্ছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ (০৩ ডিসেম্বর) রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন সম্পূর্ণ হয়েছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজনেস আওয়ার/০৩ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাজশাহীতেও ‘খালেদা-তারেকে’র সম্মানে মঞ্চে চেয়ার

পোস্ট হয়েছে : ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: পরিবহন ধর্মঘট-সহ নানা প্রতিবন্ধকতার মধ্যে শনিবার( ৩ ডিসেম্বর) রাজশাহীতে নবম বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটির রাজশাহী মহানগর শাখা নগরীর মাদরাসা মাঠে এই সমাবেশের আয়োজন করেছে।

ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চে অতিথিদের আসনের জায়গায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রাখা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে একাই মঞ্চে বসে থাকতে দেখা গেছে।

এদিকে সমাবেশের তিন দিন আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। সকালে মাদরাসা মাঠে দলীয় নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা গেছে। এ সময় স্লোগানে মুখর ছিল মাঠ।

শুক্রবার গণসমাবেশস্থলে মঞ্চ পরিদর্শন করতে যান বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার। তিনি অভিযোগ করেন যে সমাবেশে আসার পথে পুলিশ কর্মী-সমর্থকদের বাধা দিচ্ছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ (০৩ ডিসেম্বর) রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন সম্পূর্ণ হয়েছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজনেস আওয়ার/০৩ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: