1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
প্রতিভরি সোনা এখন ৮৭২৪৭ টাকা
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন

প্রতিভরি সোনা এখন ৮৭২৪৭ টাকা

  • পোস্ট হয়েছে : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে আজ রবিবার (৪ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৭ হাজার ২৪৭ টাকা।

শনিবার (৩ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, রবিবার (৪ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ হবে ৮৭ হাজার ২৪৭ টাকা, ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ৮৩ হাজার ২৮১ টাকা, ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৭১ হাজার ৩৮৪ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৯ হাজার ৪৮৭ টাকা।

তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

শনিবার (৩ ডিসেম্বর) ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি সোনা ৮৪ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ৮০ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৬৮ হাজার ৯৩৫ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বেচাকেনা হয়েছে ৫৬ হাজার ৬৮৭ টাকা।

বিজনেস আওয়ার/০৪ ডিসেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ