ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিপীড়ক সরকার দিশা পাচ্ছে না : রিজভী

  • পোস্ট হয়েছে : ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • 45

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, সারাদেশে বিএনপির গণসমাবেশে মানুষের অভাবনীয় প্লাবন দেখে নিপীড়ক সরকার দিশা পাচ্ছে না। অনিবার্য পতন ঠেকাতে ক্ষমতাসীনরা জ্ঞানশূন্য হয়ে পড়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, রক্তচোখের আগুন মাখা গণমানুষের বজ্রনিনাদে ভয়-আতঙ্কে থরথর করে কাঁপছেন অবৈধ সরকারের মন্ত্রী-নেতারা। মনে হয় তারা চোখে সরষে ফুল দেখছেন। সারাদেশে বিএনপির গণসমাবেশগুলোতে ঘর ছেড়ে আসা ভয়হীন মানুষের অভাবনীয় প্লাবন দেখতে পেয়ে নিপীড়ক সরকারপ্রধান এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে।

রিজভী বলেন, এক মারাত্মক হিংসাত্মক প্রতিশোধে নেমেছে আওয়ামী সরকার। রাজশাহীর সমাবেশ থেকে ফেরার পথে আমিনবাজার এলাকায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও নুরুল ইসলাম নয়নসহ যুবদলের নেতাদের তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ বানচাল করতে সরকারের পক্ষে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজনেস আওয়ার/০৪ ডিসেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নিপীড়ক সরকার দিশা পাচ্ছে না : রিজভী

পোস্ট হয়েছে : ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, সারাদেশে বিএনপির গণসমাবেশে মানুষের অভাবনীয় প্লাবন দেখে নিপীড়ক সরকার দিশা পাচ্ছে না। অনিবার্য পতন ঠেকাতে ক্ষমতাসীনরা জ্ঞানশূন্য হয়ে পড়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, রক্তচোখের আগুন মাখা গণমানুষের বজ্রনিনাদে ভয়-আতঙ্কে থরথর করে কাঁপছেন অবৈধ সরকারের মন্ত্রী-নেতারা। মনে হয় তারা চোখে সরষে ফুল দেখছেন। সারাদেশে বিএনপির গণসমাবেশগুলোতে ঘর ছেড়ে আসা ভয়হীন মানুষের অভাবনীয় প্লাবন দেখতে পেয়ে নিপীড়ক সরকারপ্রধান এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে।

রিজভী বলেন, এক মারাত্মক হিংসাত্মক প্রতিশোধে নেমেছে আওয়ামী সরকার। রাজশাহীর সমাবেশ থেকে ফেরার পথে আমিনবাজার এলাকায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও নুরুল ইসলাম নয়নসহ যুবদলের নেতাদের তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ বানচাল করতে সরকারের পক্ষে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজনেস আওয়ার/০৪ ডিসেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: