ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে গোলসংখ্যায় ম্যারাডোনার চেয়ে এগিয়ে মেসি

  • পোস্ট হয়েছে : ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • 145

বিজনেস আওয়ার প্রতিবেদক: ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে নক-আউট পর্বে গোলের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের প্রথমার্ধে মেসির জাদুকরী পা এগিয়ে দেয় আর্জেন্টিনাকে। এই নিয়ে পাঁচ বিশ্বকাপ খেলা মেসির মোট গোলসংখ্যা হলো ৯টি। তার স্বদেশি কিংবদন্তি প্রয়াত ডিয়াগো ম্যারাডোনার বিশ্বকাপ গোলসংখ্যা ছিল ৮টি।

শেষ ষোলোর ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছিল। কিন্তু গোল হচ্ছিল না। ম্যাচের প্রথম ৩০ মিনিটে ৬১ শতাংশ বলের দখল রাখলেও, একটি বেশি শট নিতে পারেনি আর্জেন্টিনা। অবশেষে গোলের অপেক্ষা ফুরাল ৩৫ মিনিটে। অসাধারণ এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন অধিনায়ক লিওনেল মেসি। ওই মুহূর্তে মেসি নিজেই ফ্রি কিক নিয়েছিলেন। ছয় গজ বক্স থেকে হেড করে বল ফেরান এক অজি ডিফেন্ডার।

কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে না পারায় বল পেয়ে যান মেসি। তিনি অ্যালিস্টারকে পাস দিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যান। ডি পলের পা ঘুরে মেসির কাছে বল আসতেই আলতো ছোঁয়ায় তা জালে পাঠিয়ে দেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই তার প্রথম আন্তর্জাতিক গোল। শুধু তাই নয়, বিশ্বকাপের নক-আউট পর্বেও এটা প্রথম গোল আর্জেন্টাইন মহাতারকার। এর আগে নক-আউটে চারটি অ্যাসিস্ট করলেও গোল করতে পারেননি।

বিজনেস আওয়ার/০৪ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বকাপে গোলসংখ্যায় ম্যারাডোনার চেয়ে এগিয়ে মেসি

পোস্ট হয়েছে : ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে নক-আউট পর্বে গোলের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের প্রথমার্ধে মেসির জাদুকরী পা এগিয়ে দেয় আর্জেন্টিনাকে। এই নিয়ে পাঁচ বিশ্বকাপ খেলা মেসির মোট গোলসংখ্যা হলো ৯টি। তার স্বদেশি কিংবদন্তি প্রয়াত ডিয়াগো ম্যারাডোনার বিশ্বকাপ গোলসংখ্যা ছিল ৮টি।

শেষ ষোলোর ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছিল। কিন্তু গোল হচ্ছিল না। ম্যাচের প্রথম ৩০ মিনিটে ৬১ শতাংশ বলের দখল রাখলেও, একটি বেশি শট নিতে পারেনি আর্জেন্টিনা। অবশেষে গোলের অপেক্ষা ফুরাল ৩৫ মিনিটে। অসাধারণ এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন অধিনায়ক লিওনেল মেসি। ওই মুহূর্তে মেসি নিজেই ফ্রি কিক নিয়েছিলেন। ছয় গজ বক্স থেকে হেড করে বল ফেরান এক অজি ডিফেন্ডার।

কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে না পারায় বল পেয়ে যান মেসি। তিনি অ্যালিস্টারকে পাস দিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যান। ডি পলের পা ঘুরে মেসির কাছে বল আসতেই আলতো ছোঁয়ায় তা জালে পাঠিয়ে দেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই তার প্রথম আন্তর্জাতিক গোল। শুধু তাই নয়, বিশ্বকাপের নক-আউট পর্বেও এটা প্রথম গোল আর্জেন্টাইন মহাতারকার। এর আগে নক-আউটে চারটি অ্যাসিস্ট করলেও গোল করতে পারেননি।

বিজনেস আওয়ার/০৪ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: