ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন ধোনি!

  • পোস্ট হয়েছে : ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
  • 59

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবেই অবসরের ঘোষণাটা দিতে দেরি করেছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভক্তদের অনেকেই মনে করেন, অক্টোবরে যদি শিডিউল মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতো, ধোনি তাতে খেলতেন। সেটা আর হয়নি।

অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এ বছরের বিশ্বকাপ পিছিয়ে চলে গেছে দুই বছর পর অর্থাৎ ২০২২ সালে। ২০২১ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপও বেশ দূরের পথ। ধোনি তাই আর অপেক্ষা করেননি। অবসর নিয়ে নিয়েছেন। অথচ টি-টোয়েন্টি ফরমেটের আইপিএলে কিন্তু ঠিকই মাঠ মাতাতে দেখা যাবে ক্যাপ্টেন কুলকে।

চেন্নাই সুপার কিংসের হয়ে যদি খেলতে পারেন, তবে জাতীয় দলে খেলতে সমস্যা কোথায়? কিন্তু অবসর নিয়ে ফেলেছেন। আইপিএলে ধোনি চোখ ধাঁধানো পারফরম্যান্স করলে সেটা কেবল ভক্তদের আফসোসই বাড়াবে। ঘরের মাঠে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ তো আর খেলা হবে না।

অবশ্য পাক স্পিড স্টার শোয়েব আখতার মনে করেন, ধোনি ওই বিশ্বকাপটা খেলতে পারেন। সেটা সম্ভব বলেই বিশ্বাস পাকিস্তানের সাবেক গতিতারকার। কিন্তু কিভাবে? সেই উপায়ও বাতলে দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ধোনিকে এখন ফেরাতে পারেন কেবল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য অনুরোধ করতেই পারেন। এমন সম্ভাবনাও রয়েছে। ১৯৮৭ সালের পরে ক্রিকেট ছেড়ে না দেওয়ার জন্য ইমরান খানকে অনুরোধ করেছিলেন জেনারেল জিয়া উল হক। ইমরান খেলেওছিলেন।

শোয়েবের বিশ্বাস, ধোনির মতো অভিজ্ঞ ক্রিকেটারকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অনুরোধ করতেই পারেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর অনুরোধ ফেরানো সম্ভব নয়। সেক্ষেত্রে অবসর ভেঙে ফিরতে হবে ধোনিকে।

বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি ট্রফি জিতেছেন। ভারতকে যে খাদের কিনারা থেকে কত ম্যাচ জিতিয়েছেন, ইয়ত্তা নেই। এই ধোনি বিদায়বেলায় পেলেন না একটা ফেয়ারওয়েল ম্যাচও। ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করতেই পারে ভারত।ধোনি যদি নিজে না চায়, সেটা আলাদা ব্যাপার।

বিজনেস আওয়ার/২০ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন ধোনি!

পোস্ট হয়েছে : ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবেই অবসরের ঘোষণাটা দিতে দেরি করেছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভক্তদের অনেকেই মনে করেন, অক্টোবরে যদি শিডিউল মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতো, ধোনি তাতে খেলতেন। সেটা আর হয়নি।

অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এ বছরের বিশ্বকাপ পিছিয়ে চলে গেছে দুই বছর পর অর্থাৎ ২০২২ সালে। ২০২১ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপও বেশ দূরের পথ। ধোনি তাই আর অপেক্ষা করেননি। অবসর নিয়ে নিয়েছেন। অথচ টি-টোয়েন্টি ফরমেটের আইপিএলে কিন্তু ঠিকই মাঠ মাতাতে দেখা যাবে ক্যাপ্টেন কুলকে।

চেন্নাই সুপার কিংসের হয়ে যদি খেলতে পারেন, তবে জাতীয় দলে খেলতে সমস্যা কোথায়? কিন্তু অবসর নিয়ে ফেলেছেন। আইপিএলে ধোনি চোখ ধাঁধানো পারফরম্যান্স করলে সেটা কেবল ভক্তদের আফসোসই বাড়াবে। ঘরের মাঠে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ তো আর খেলা হবে না।

অবশ্য পাক স্পিড স্টার শোয়েব আখতার মনে করেন, ধোনি ওই বিশ্বকাপটা খেলতে পারেন। সেটা সম্ভব বলেই বিশ্বাস পাকিস্তানের সাবেক গতিতারকার। কিন্তু কিভাবে? সেই উপায়ও বাতলে দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ধোনিকে এখন ফেরাতে পারেন কেবল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য অনুরোধ করতেই পারেন। এমন সম্ভাবনাও রয়েছে। ১৯৮৭ সালের পরে ক্রিকেট ছেড়ে না দেওয়ার জন্য ইমরান খানকে অনুরোধ করেছিলেন জেনারেল জিয়া উল হক। ইমরান খেলেওছিলেন।

শোয়েবের বিশ্বাস, ধোনির মতো অভিজ্ঞ ক্রিকেটারকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অনুরোধ করতেই পারেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর অনুরোধ ফেরানো সম্ভব নয়। সেক্ষেত্রে অবসর ভেঙে ফিরতে হবে ধোনিকে।

বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি ট্রফি জিতেছেন। ভারতকে যে খাদের কিনারা থেকে কত ম্যাচ জিতিয়েছেন, ইয়ত্তা নেই। এই ধোনি বিদায়বেলায় পেলেন না একটা ফেয়ারওয়েল ম্যাচও। ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করতেই পারে ভারত।ধোনি যদি নিজে না চায়, সেটা আলাদা ব্যাপার।

বিজনেস আওয়ার/২০ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: