বিজনেস আওয়ার প্রতিবেদক : নিত্যপণ্য আমদানিতে সর্বোচ্চ সহায়তা করার লক্ষ্যে ঋণপত্র (এলসি) সহজ করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স সভায় গভর্নর আবদুর রউফ তালুকদার এ নির্দেশনা দেন।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।
মো. মেজবাউল হক বলেন, ‘নিয়মিত ব্যাংকার্স সভায় সামগ্রিক অর্থনীতিসহ ব্যাংক খাতের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো—নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা। রমজান মাস আসছে। এজন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানির ঋণপত্র (এলসি) সহজে করতে ব্যাংকের এমডিদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘অর্থ পাচার রোধে অপ্রয়োজনীয় পণ্যের এলসি বন্ধ রাখা হয়েছে। রোজার সময় কোনো পণ্যের যাতে ঘাটতি না হয় এবং মূল্য স্থিতিশীল থাকে, সেজন্য ভোজ্যতেল, পেঁয়াজ, খেজুর, ফলমূল, চিনি, ডাল ও ছোলার এলসি খুলতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিজনেস আওয়ার/০৫ ডিসেম্বর, ২০২২/কমা