স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে বড় হারের পরই দলে পরিবর্তনের ডাক দেন বার্সা প্রেসিডেন্ট মারিয়ো বার্তামেউ। সেই পরিবর্তনের প্রথম ধাপে কোচ কিকে সেতিয়েন এবং টেকনিক্যাল সেক্রেটারি এরিক আবিদালকে বরখাস্ত করে স্প্যানিশ ক্লাবটি।
শুধু কোচিং স্টাফেই নয়, পুরো দলকেই ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বার্সেলোনা। তারই ধারাবাহিকতায় এবার দলের বেশি বয়সী খেলোয়াড়দের বিক্রি করে দেবে কাতালানরা। সেই তালিকায় আছেন- লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে, জর্ডি আলবা, সার্জিও বাসকুয়েটসের মতো অভিজ্ঞ ফুটবলার।
এ প্রসঙ্গে বার্সা প্রেসিডেন্ট বার্তামেউ বলেন, এমন সেরা প্রজন্মের কয়েকজন ফুটবলারের কথা বলছি, যারা ক্লাবের হয়ে সবকিছুই জিতেছেন। আমি তাদের অভিনন্দন জানাই; কিন্তু এখন সময় এসেছে তাদের অনেককে সম্মানজনক বিদায় জানানোর। তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তাদের সঙ্গে আমরা কথা বলে সুন্দরভাবে বিদায় জানাব।
বিজনেস আওয়ার/২০ আগস্ট, ২০২০/এ