বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আগ্রহীরা আরবি, চাইনিজ, ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালিয়ান, জাপানি, ফার্সি, রাশিয়ান, স্প্যানিশ, কোরিয়ান, তুর্কি, হিন্দি এবং বিদেশি ভাষা হিসেবে বাংলা ভাষায় এক বছরের (১২০ ঘণ্টা) জুনিয়র সার্টিফিকেট কোর্সে ভর্তির সুযোগ পাবেন।
ভর্তির ন্যূনতম যোগ্যতা :
১) বিদেশি ভাষার ক্ষেত্রে : কমপক্ষে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ন্যূনতম দ্বিতীয় বিভাগ/বি গ্রেড/জিপিএ ২.৫ থাকতে হবে। বিদেশিদের জন্যে কমপক্ষে ১২ বছর অধ্যয়নকালের সনদ প্রয়োজন হবে।
২) ইংরেজি ভাষার ক্ষেত্রে : শুধুমাত্র ঢাবির নিয়মিত স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর-এর শিক্ষার্থীদের জন্য।
আবেদনপত্র পূরণ ও আবেদন বাবদ ফিস জমা
আধুনিক ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত ওয়েবসাইটের (seba-iml-du.com) মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত ফরম রোববার (৪ ডিসেম্বর) থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে, যা যথাযথভাবে পূরণ করে—
১) ১ কপি ছবি।
২) নিজ স্বাক্ষর (৮০ কেবির নিচে) – এর স্ক্যানড কপি আপলোড করে নিম্নোলিখিত হারে আবেদনের ফিস জমা দিতে হবে।
ক) ঢাবিতে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থীদের ক্ষেত্রে : ৫০০ (পাচঁশ) টাকা।
খ) ভূতপূর্ব ও অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে : ৭০০ (সাতশ) টাকা ।
ভর্তি সংক্রান্ত ব্যাপারে যাবতীয় তথ্য ইনস্টিটিউটের ওয়েব সাইটে পাওয়া যাবে।
বিজনেস আওয়ার/০৫ ডিসেম্বর, ২০২২/এএইচএ