বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে আরো ৩ লাখ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিনে আরো এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৬৫ কোটি ০৩ লাখ ২৯ হাজার ২৭৫ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ততা দাঁড়িয়েছিল ৬৫ কোটি ০০ লাখ ১৮ হাজার ০৮৮ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ১৮৭ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রায় হারিয়েছে ৬৬ লাখ ৪৭ হাজার ৭১৪ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে প্রাণ হারিয়েছিল ৬৬ লাখ ৪৬ হাজার ৫০৬ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে এক হাজার ২০৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছে ৬২ কোটি ৭৩ লাখ ৩৩ হাজার ০১৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ০৯ লাখ ০৬ হাজার ১১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ০৬ হাজার ৯৯০ জন মানুষ মারা গেছেন।
করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ৮৭৪ জন। দেশটিতে তৃতীয় সর্বোচ্চ ৫ লাখ ৩০ হাজার ৬৩৩ জন প্রাণ হারিয়েছে। তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৮০ লাখ ৭৮ হাজার ৫৬৫ জন শনাক্ত হয়েছে ফ্রান্সে। দ্বিতীয় সর্বোচ্চ ৬ লাখ ৯০ হাজার ২৯৮ জন প্রাণ হারিয়েছে ব্রাজিলে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/০৬ ডিসেম্বর, ২০২২/কমা