ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনার চতুর্থ ডোজ ২০ ডিসেম্বর

  • পোস্ট হয়েছে : ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • 65

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকার বুস্টার ডোজ যারা নিয়েছেন, পরীক্ষামূলকভাবে আগামী ২০ ডিসেম্বর তাদের চতুর্থ ডোজ দেওয়া হবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর।

আগামী ২০ ডিসেম্বর প্রাথমিকভাবে ঢাকার সাতটি কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হবে। চতুর্থ ডোজ হিসেবে দেওয়া হবে ফাইজারের টিকা। ষাটোর্ধ্ব মানুষ এ ডোজ আগে পাবেন। প্রতিটি কেন্দ্রে ১০০ জনকে টিকা দেওয়া হবে।

এই টিকা দেওয়া কেন্দ্রের মধ্যে রয়েছে, সচিবালয়, ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও সরকারি কর্মচারী হাসপাতাল।

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চতুর্থ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। টিকা দেওয়ার ব্যাপারে টেকনিক্যাল কমিটিরও সম্মতি আছে। দ্রুত এ টিকা দেওয়া শুরু হবে।

গতকালের এক হিসেবে দেখা যায় দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৬ কোটি ২২ লাখ ৩২ হাজার ৯৫৬ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৮ লাখ ৩৭ হাজার ১০০ জন।

সোমবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাড়ে ১৬ কোটি মানুষের বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পরের বছর ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি থেকে টিকা দেওয়া শুরু হয়।

সবশেষ মঙ্গলবার পর্যন্ত ১৪ কোটি ৮৬ লাখ ৮৬ হাজারের বেশি প্রথম ডোজ, ১২ কোটি ৬০ লাখ ৫৩ হাজার দ্বিতীয় ডোজ এবং ৬ কোটি ২২ লাখ ৩২ হাজারের বেশি বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/০৬ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনার চতুর্থ ডোজ ২০ ডিসেম্বর

পোস্ট হয়েছে : ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকার বুস্টার ডোজ যারা নিয়েছেন, পরীক্ষামূলকভাবে আগামী ২০ ডিসেম্বর তাদের চতুর্থ ডোজ দেওয়া হবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর।

আগামী ২০ ডিসেম্বর প্রাথমিকভাবে ঢাকার সাতটি কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হবে। চতুর্থ ডোজ হিসেবে দেওয়া হবে ফাইজারের টিকা। ষাটোর্ধ্ব মানুষ এ ডোজ আগে পাবেন। প্রতিটি কেন্দ্রে ১০০ জনকে টিকা দেওয়া হবে।

এই টিকা দেওয়া কেন্দ্রের মধ্যে রয়েছে, সচিবালয়, ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও সরকারি কর্মচারী হাসপাতাল।

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চতুর্থ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। টিকা দেওয়ার ব্যাপারে টেকনিক্যাল কমিটিরও সম্মতি আছে। দ্রুত এ টিকা দেওয়া শুরু হবে।

গতকালের এক হিসেবে দেখা যায় দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৬ কোটি ২২ লাখ ৩২ হাজার ৯৫৬ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৮ লাখ ৩৭ হাজার ১০০ জন।

সোমবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাড়ে ১৬ কোটি মানুষের বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পরের বছর ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি থেকে টিকা দেওয়া শুরু হয়।

সবশেষ মঙ্গলবার পর্যন্ত ১৪ কোটি ৮৬ লাখ ৮৬ হাজারের বেশি প্রথম ডোজ, ১২ কোটি ৬০ লাখ ৫৩ হাজার দ্বিতীয় ডোজ এবং ৬ কোটি ২২ লাখ ৩২ হাজারের বেশি বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/০৬ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: