1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই গ্রুপের সংর্ঘষ, নিহত ১
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই গ্রুপের সংর্ঘষ, নিহত ১

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক: কুমিল্লার তিতাসে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় তিতাস থানার এসআই মাহমুদুল হাসানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া কয়েকটি ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা গ্রুপ এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সাইফুল ইসলাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জহিরুল ইসলাম (৩৮)। তিনি সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে।

ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ জানান, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা এবং সাবেক মেম্বার সাইফুল ইসলাম মানিককান্দি এলাকার বাসিন্দা। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। মৎস্য প্রজেক্টে মাছ ধরাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই গ্রুপই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম নিহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে গ্রামের কিছু ঘর পুড়িয়ে দেয়া হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এসআই মাহমুদুল হাসানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজনেস আওয়ার/০৬ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ