ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও নায়ক মিরাজ

  • পোস্ট হয়েছে : ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • 126

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের পর মেহেদী হাসান মিরাজের সঙ্গে কথাগুলো জুড়ে দেওয়া হয়েছিল। মিরাজ যে এবারই প্রথম এমন কিছু করেছেন, তাও কিন্তু না। সাম্প্রতিক সময়ে যখনই বাংলাদেশ যতবার পথ হারাতে বসেছিল, ততবারই ত্রাতা হওয়ার চেষ্টা করে গেছেন তিনি।

ভুল না করে থাকলে গত তিন-চারদিনে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচিত নাম মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে বীরত্বপূর্ণ ইনিংসে দলকে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পর এবার দ্বিতীয় ম্যাচেও নায়ক মিরাজ। ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে ২৭১ রানের বিশাল সংগ্রহ এনে দিয়েছে এই অলরাউন্ডারের ম্যাজিক। তাতে ভারতের নামকরা সব বোলারকে চমকে দিয়ে ক্যারিয়ারের প্রথম শতক এলো মিরাজের ব্যাটে।

খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ। তাদের নৈপুণ্যে লড়াকু সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। নির্ধারিত ৫০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ২৭১ রান। ফলে ভারতের জয়ের জন্য দরকার ২৭২ রান।

৬৫টি আন্তর্জাতিক ওয়ানডেতে ৪০ ইনিংস ব্যাটিং করার সুযোগ হয়েছে ডান হাতি এই ব্যাটারের। নামের পাশে ৬৫৩ রান দেখতে যতটা ক্ষুদ্র মনে হয়, তার মহ্যত্ব ততটাই গভীর। ছোট ছোট অনেকগুলো কার্যকরী ইনিংসে দলের ‘আড়ালের নায়ক’ হয়ে আছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।

লাল বল কিংবা সাদা বল, মিরাজ যে সুযোগ পেলে কি করতে পারেন তা এ বছর কয়েকবার দেখিয়েছেন তিনি।

বিজনেস আওয়ার/০৭ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও নায়ক মিরাজ

পোস্ট হয়েছে : ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের পর মেহেদী হাসান মিরাজের সঙ্গে কথাগুলো জুড়ে দেওয়া হয়েছিল। মিরাজ যে এবারই প্রথম এমন কিছু করেছেন, তাও কিন্তু না। সাম্প্রতিক সময়ে যখনই বাংলাদেশ যতবার পথ হারাতে বসেছিল, ততবারই ত্রাতা হওয়ার চেষ্টা করে গেছেন তিনি।

ভুল না করে থাকলে গত তিন-চারদিনে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচিত নাম মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে বীরত্বপূর্ণ ইনিংসে দলকে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পর এবার দ্বিতীয় ম্যাচেও নায়ক মিরাজ। ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে ২৭১ রানের বিশাল সংগ্রহ এনে দিয়েছে এই অলরাউন্ডারের ম্যাজিক। তাতে ভারতের নামকরা সব বোলারকে চমকে দিয়ে ক্যারিয়ারের প্রথম শতক এলো মিরাজের ব্যাটে।

খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ। তাদের নৈপুণ্যে লড়াকু সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। নির্ধারিত ৫০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ২৭১ রান। ফলে ভারতের জয়ের জন্য দরকার ২৭২ রান।

৬৫টি আন্তর্জাতিক ওয়ানডেতে ৪০ ইনিংস ব্যাটিং করার সুযোগ হয়েছে ডান হাতি এই ব্যাটারের। নামের পাশে ৬৫৩ রান দেখতে যতটা ক্ষুদ্র মনে হয়, তার মহ্যত্ব ততটাই গভীর। ছোট ছোট অনেকগুলো কার্যকরী ইনিংসে দলের ‘আড়ালের নায়ক’ হয়ে আছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।

লাল বল কিংবা সাদা বল, মিরাজ যে সুযোগ পেলে কি করতে পারেন তা এ বছর কয়েকবার দেখিয়েছেন তিনি।

বিজনেস আওয়ার/০৭ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: