ঢাকা , শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বলিউডে নাম লেখাচ্ছেন শাহরুখ পুত্র আরিয়ান খান

  • পোস্ট হয়েছে : ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • 89

বিনোদন ডেস্ক: বলিউড জগতে পা রাখতে যাচ্ছেন কিং খান খ্যাত শাহরুখ খানের পুত্র ‘আরিয়ান খান’। আগেই জানা গেছে, জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিজ’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানার। এবার বলিউডে নাম লেখাতে যাচ্ছেন আরিয়ান খান। নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানিয়েছেন এ কথা জানিয়েছেন আরিয়ান। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত খবরে এমনটাই জানা গেছে।

ইনস্টাগ্রামে আরিয়ান প্রকাশ করেছেন, তিনি তার প্রথম প্রকল্পের চিত্রনাট্য লেখা শেষ করেছেন। একটি ছবি শেয়ার করেছেন যেখানে চিত্রনাট্যর পাতা এবং ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ লেখা একটি ক্লিপবোর্ড দেখা গেছে।

শাহরুখ কন্যা সুহানাও অভিনেত্রী হিসেবেই বলিউডে পা রাখতে চলেছেন। কিন্তু আরিয়ানকে ক্যামেরার সামনে দেখা যাবে না। তাকে দেখা যাবে ক্যামেরার পেছনে। অভিনেতা নয়, পরিচালক হিসেবে বলিউডে পা রাখতে চলেছেন তিনি। এরই মধ্যে আরিয়ার ছবির গল্প লিখে ফেলেছেন।

আরিয়ানের এখন শুধু অ্যাকশন বলার অপেক্ষা। তার বাবার রেড চিলিজ প্রোডাকশন থেকেই আসতে যাচ্ছে আরিয়ানের প্রথম ছবি। আরিয়ান তার ইনস্টাগ্রামে সুখবরটা শেয়ার করার পর পরই সেখানে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার অনুসারী ও বলিউডের অনেক তারকা। এতে কমেন্ট করেছেন শাহরুখ এবং গৌরীও। সকলেই যে তার প্রথম ছবি দেখার জন্য উৎসুক হয়ে আছেন, তা তাদের কমেন্টেই বোঝা যাচ্ছে।

উল্লেখ্য, গত বছর মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। পরবর্তীকালে যদিও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দল তাকে অব্যাহতি দেয়। এবার কবে দেখা যাবে আরিয়ানের সিনেমা তার অপেক্ষায় রয়েছেন শারুখ ভক্তরাও।

বিজনেস আওয়ার/০৭ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

বলিউডে নাম লেখাচ্ছেন শাহরুখ পুত্র আরিয়ান খান

পোস্ট হয়েছে : ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

বিনোদন ডেস্ক: বলিউড জগতে পা রাখতে যাচ্ছেন কিং খান খ্যাত শাহরুখ খানের পুত্র ‘আরিয়ান খান’। আগেই জানা গেছে, জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিজ’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানার। এবার বলিউডে নাম লেখাতে যাচ্ছেন আরিয়ান খান। নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানিয়েছেন এ কথা জানিয়েছেন আরিয়ান। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত খবরে এমনটাই জানা গেছে।

ইনস্টাগ্রামে আরিয়ান প্রকাশ করেছেন, তিনি তার প্রথম প্রকল্পের চিত্রনাট্য লেখা শেষ করেছেন। একটি ছবি শেয়ার করেছেন যেখানে চিত্রনাট্যর পাতা এবং ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ লেখা একটি ক্লিপবোর্ড দেখা গেছে।

শাহরুখ কন্যা সুহানাও অভিনেত্রী হিসেবেই বলিউডে পা রাখতে চলেছেন। কিন্তু আরিয়ানকে ক্যামেরার সামনে দেখা যাবে না। তাকে দেখা যাবে ক্যামেরার পেছনে। অভিনেতা নয়, পরিচালক হিসেবে বলিউডে পা রাখতে চলেছেন তিনি। এরই মধ্যে আরিয়ার ছবির গল্প লিখে ফেলেছেন।

আরিয়ানের এখন শুধু অ্যাকশন বলার অপেক্ষা। তার বাবার রেড চিলিজ প্রোডাকশন থেকেই আসতে যাচ্ছে আরিয়ানের প্রথম ছবি। আরিয়ান তার ইনস্টাগ্রামে সুখবরটা শেয়ার করার পর পরই সেখানে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার অনুসারী ও বলিউডের অনেক তারকা। এতে কমেন্ট করেছেন শাহরুখ এবং গৌরীও। সকলেই যে তার প্রথম ছবি দেখার জন্য উৎসুক হয়ে আছেন, তা তাদের কমেন্টেই বোঝা যাচ্ছে।

উল্লেখ্য, গত বছর মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। পরবর্তীকালে যদিও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দল তাকে অব্যাহতি দেয়। এবার কবে দেখা যাবে আরিয়ানের সিনেমা তার অপেক্ষায় রয়েছেন শারুখ ভক্তরাও।

বিজনেস আওয়ার/০৭ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: