বিনোদন ডেস্ক: এক সময়ের পর্দা কাঁপানো ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক সোহেল রানা অসুস্থতায় শয্যাশায়ী। কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। চোখের সমস্যা সেরে উঠতে না উঠতেই ইউরিনে ইনফেকশন দেখা দিয়েছে তার।
বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন সোহেল রানা। খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে মাশরুর পারভেজ। বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
সোহেল রানা একাধারে প্রযোজক, পরিচালক ও অভিনেতা। পর্দায় তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন অসংখ্য ভক্ত। দীর্ঘ ক্যারিয়ারে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন তিনি।
১৯৬১ সালে কলেজে পড়তেন সোহেল রানা। তখন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত। মুক্তিযুদ্ধের সময় ঝাঁপিয়ে পড়েন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। নাম লেখান বীর মুক্তিযোদ্ধাদের তালিকায়।
বিজনেস আওয়ার/০৭ ডিসেম্বর, ২০২২/এএইচএ