ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে তিন বাংলাদেশি বোলার

  • পোস্ট হয়েছে : ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • 198

বিজনেস আওয়ার প্রতিবেদক : ওয়ানডে বোলারদের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এতে তিন বাংলাদেশী বোলার র‌্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে। এরা হলেন-সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান মিরাজ।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

প্রথম ম্যাচে উইকেট না পেলেও ২ দশমিক ৭ ইকোনমি রেটে দুর্দান্ত বোলিং করেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এমন পারফরম্যান্সের পর আইসিসি থেকে সুখবর পেলেন তারা।

র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৬৪৭ রেটিং পয়েন্টে উঠে এসেছেন নবম স্থানে। আর ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে দশে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। ফর্মে থাকলেও দুই ধাপ অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। তালিকার আটে আছেন এই অলরাউন্ডার।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দুইয়ে ও তিনে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। এ ছাড়া চারে ম্যাট হেনরি, পাঁচে শাহিন শাহ আফ্রিদি, ছয়-সাতে রশিদ খান ও অ্যাডাম জাম্পা।

বিজনেস আওয়ার/০৮ ডিসেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে তিন বাংলাদেশি বোলার

পোস্ট হয়েছে : ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : ওয়ানডে বোলারদের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এতে তিন বাংলাদেশী বোলার র‌্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে। এরা হলেন-সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান মিরাজ।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

প্রথম ম্যাচে উইকেট না পেলেও ২ দশমিক ৭ ইকোনমি রেটে দুর্দান্ত বোলিং করেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এমন পারফরম্যান্সের পর আইসিসি থেকে সুখবর পেলেন তারা।

র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৬৪৭ রেটিং পয়েন্টে উঠে এসেছেন নবম স্থানে। আর ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে দশে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। ফর্মে থাকলেও দুই ধাপ অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। তালিকার আটে আছেন এই অলরাউন্ডার।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দুইয়ে ও তিনে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। এ ছাড়া চারে ম্যাট হেনরি, পাঁচে শাহিন শাহ আফ্রিদি, ছয়-সাতে রশিদ খান ও অ্যাডাম জাম্পা।

বিজনেস আওয়ার/০৮ ডিসেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: