বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে রাজারবাগ পুলিশ হাসপাতালে পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর। একই সময় উপস্থিত হন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে দুপুরে ডিএমপির যুগ্ম-কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার বলেন, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের ৩৩ জন সদস্য আহত হয়েছেন। তাদের অনেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং বিস্ফোরক সামগ্রী উদ্ধারের ঘটনায় রাজধানীর পল্টন থানা, মতিঝিল থানা এবং শাহজাহানপুর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। যেখানে পুলিশ কেন্দ্রীয় নেতা ছাড়াও জেলার নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছে। এছাড়া তিন মামলায় প্রায় ২৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বিজনেস আওয়ার/০৮ ডিসেম্বর, ২০২২/এএইচএ