ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে : ডিএমপি

  • পোস্ট হয়েছে : ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • 43

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় অস্ত্রহাতে আর্জেন্টিনার জার্সি পরিহিত সেই যুবককে শনাক্তের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।

এদিকে বুধবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে পুলিশ। নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এসময় গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নামে বিএনপির একজনকর্মী মারা যান। এতে হতাহত হয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী।

সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে এখন পর্যন্ত পৃথক দুটি মামলা করেছে। এরমধ্যে একটি রাজধানীর পল্টন থানায় অপরটি মতিঝিল থানায়। এতে বিএনপির কয়েকহাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে ঢাকা বিভাগীয় সমাবেশ করতে চায় বিএনপি। তবে মহানগর পুলিশের পক্ষ থেকে দলটিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়। পরে বিকল্প হিসেবে টঙ্গী ইজতেমা মাঠ বা পূর্বাচলে বিএনপিকে সমাবেশ করতে বলা হয়। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া ঢাকার ভেতরে সমাবেশের বিকল্প ভেন্যু পেলে বিএনপি বিবেচনা করবে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজনেস আওয়ার/০৮ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে : ডিএমপি

পোস্ট হয়েছে : ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় অস্ত্রহাতে আর্জেন্টিনার জার্সি পরিহিত সেই যুবককে শনাক্তের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।

এদিকে বুধবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে পুলিশ। নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এসময় গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নামে বিএনপির একজনকর্মী মারা যান। এতে হতাহত হয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী।

সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে এখন পর্যন্ত পৃথক দুটি মামলা করেছে। এরমধ্যে একটি রাজধানীর পল্টন থানায় অপরটি মতিঝিল থানায়। এতে বিএনপির কয়েকহাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে ঢাকা বিভাগীয় সমাবেশ করতে চায় বিএনপি। তবে মহানগর পুলিশের পক্ষ থেকে দলটিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়। পরে বিকল্প হিসেবে টঙ্গী ইজতেমা মাঠ বা পূর্বাচলে বিএনপিকে সমাবেশ করতে বলা হয়। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া ঢাকার ভেতরে সমাবেশের বিকল্প ভেন্যু পেলে বিএনপি বিবেচনা করবে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজনেস আওয়ার/০৮ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: