বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় গুলিতে নিহত মকবুল হোসেনের (৪০) মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষ হয়। পরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
ময়নাতদন্ত করা ডা. প্রভাষক সোহেলী মঞ্জুরী তন্বীকে সাংবাদিকরা বিষয়টি নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, এ বিষয়ে আমার স্যার জানাবেন।
তবে মর্গ সূত্রে জানা যায়, নিহতের শরীর থেকে বেশ কিছু স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে।
নিহতের বড় ভাই নূর হোসেন বলেন, মিরপুরের কালশী এলাকায় ভাইয়ের জানাজা হবে। এরপর কালশী কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ মাতব্বর বলেন, নিহতের শরীর ও হাতে ছোট ছোট ছিদ্র ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মকবুলের মরদেহ অ্যাম্বুলেন্স মিরপুর-১২ নম্বর রোডের ব্লক-এ লালমাটি এলাকার ৮ নম্বর বাসায় নেওয়া হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান মকবুল হোসেন। আহত হন অনেকে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।
পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। একই সঙ্গে বিএনপির শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়।
বিজনেস আওয়ার/০৮ ডিসেম্বর, ২০২২/এএইচএ