বিজনেস আওয়ার প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক জরিপ-২০২২ এর কার্যক্রম শেষ হলেও এখনও তথ্য দেয়নি ৬৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান। তাদের দ্রুত সময়ের মধ্যে তথ্য দিতে তাগাদা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মাউশির উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আনিকা রাইসা চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তাগাদা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকোত্তর স্তরের এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বরভুক্ত (ইআইআইএন) সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরিপে অংশগ্রহণ বাধ্যতামূলক ছিল। নির্ধারিত সময় শেষ হলেও ৬৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান জরিপে তথ্য দেয়নি। এ কারণে তাগাদাপত্র দিচ্ছে মাউশি৷
জরিপে সংগৃহীত তথ্য প্রক্রিয়া করে ব্যানবেইস দেশি-বিদেশি অংশীজনসহ বিভিন্ন সংস্থায় সরবরাহ করাসহ ‘বাংলাদেশ এডুকেশন স্টাটিস্টিক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা এবং এসডিজির বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করা। এরই মধ্যে দেশের ৩৫ হাজার ৭৯৬টি প্রাথমিকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩৫ হাজার ১১২টি প্রতিষ্ঠান জরিপে অংশগ্রহণ করেছে। সংযুক্ত তালিকার ৬৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ব্যানবেইসের জরিপে তথ্য প্রদান করেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তাদের প্রতিষ্ঠানসমূহের বর্তমান অবস্থা অবহিত করতে অনতিবিলম্বে ব্যানবেইস সার্ভারে www.banbeis.gov.bd তথ্য প্রদান করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করে মাউশিকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
বিজনেস আওয়ার/০৯ ডিসেম্বর, ২০২২/কমা