বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে রাজধানীতে গণপরিবহন নেই বললেই চলে। পরিবহন সঙ্কটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। গণপরিবহন না থাকায় দীর্ঘক্ষণ সড়কে অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। ফলে নগরীর পথে পথে বেড়েছে যাত্রীদের দুর্ভোগ।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে নগরীর ফার্মগেট, মহাখালী, খিলক্ষেত, গুলিস্তান, মতিঝিল, পল্টন ও কারওয়ানবাজার এলাকায় এ দুর্ভোগ দেখা দিয়েছে।
বেসরকারি কোম্পানিতে চাকরি করেন রাসেল (৩৫)। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সাধারণ চাকরিজীবী। রাজনৈতিক কারণে আমাদের কেন ভোগান্তি পোহাতে হবে। সঠিক সময়ে অফিসে যেতে না পারলে অফিসে গিয়ে জবাবদিহি করতে হবে। সব সময় আতঙ্কে থাকি, কখন যে অফিস থেকে বলে দেওয়া হয়, আর আসার দরকার নেই।
তিনি আরও বলেন, ১ ঘণ্টা ধরে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। সড়কে কোনও গাড়ি নেই। শেষ পর্যন্ত মোটরসাইকেলে যেতে হচ্ছে।
ফার্মগেটে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা গৃহিণী সানজিদা আক্তার বলেন, ঘণ্টা ধরে বসে আছি, বাসের দেখা নেই। রাজনৈতিক কারণে আমাদের মতো সাধারণ জনগণের ভোগান্তি পোহাতে হচ্ছে।
মোস্তাফিজুর রহমান, চাকরি করেন একটি বেসরকারি কোম্পানিতে। তিনি সকাল ৯টার অফিস ধরতে বাসা থেকে বের হয়েছেন সকাল সাড়ে সাতটায়। তিনি বলেন, সড়কে কোন গণপরিবহন নেই। এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে। গণপরিবহনের দেখা মিলছে না। যাও একটা দুইটা আসছে বাসে লোকজনে ঠাসা।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দলটিকে প্রতিহত করতে মাঠে নেমেছে আওয়ামী লীগ। এ উপলক্ষে পূর্ব ঘোষিত একটি কর্মসূচিতে যোগ দিতে মহানগর নাট্য মঞ্চে জড়ো হয়েছে বিপুল সংখ্যক নেতাকর্মী। ছাত্রলীগের নেতাকর্মীদের মোটসাইকেল শোডাউন দিতে দেখা গেছে।
বিজনেস আওয়ার/১০ ডিসেম্বর, ২০২২/এএইচএ