ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফখরুলের পরিবর্তে গণসমাবেশে প্রধান অতিথি মোশাররফ

  • পোস্ট হয়েছে : ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • 88

বিজনেস আওয়ার প্রতিবেদক: নাশকাতার মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকায় ঢাকায় বিএনপির গণসমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গণসমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, গোলাপবাগ মাঠের সমাবেশে সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

এ দিকে শুক্রবার দুপুরে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পাওয়ার পর বিকেল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। রাতেই প্রায় ভরে যায় গোলাপবাগ মাঠ। শনিবার ভোর হতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন কর্মীরা। ইতোমধ্যে বিএনপি কর্মীদের উপস্থিতি মাঠ ছাড়িয়ে নেমেছে সড়কে। মিছিল আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

প্রসঙ্গত, নাশকাতার মামলায় শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় কারাগারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিজনেস আওয়ার/১০ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফখরুলের পরিবর্তে গণসমাবেশে প্রধান অতিথি মোশাররফ

পোস্ট হয়েছে : ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: নাশকাতার মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকায় ঢাকায় বিএনপির গণসমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গণসমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, গোলাপবাগ মাঠের সমাবেশে সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

এ দিকে শুক্রবার দুপুরে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পাওয়ার পর বিকেল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। রাতেই প্রায় ভরে যায় গোলাপবাগ মাঠ। শনিবার ভোর হতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন কর্মীরা। ইতোমধ্যে বিএনপি কর্মীদের উপস্থিতি মাঠ ছাড়িয়ে নেমেছে সড়কে। মিছিল আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

প্রসঙ্গত, নাশকাতার মামলায় শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় কারাগারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিজনেস আওয়ার/১০ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: