বিজনেস আওয়ার প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে আর্মড পুলিশের (এপিবিএন) ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার বালুখালী-৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৪০ ব্লকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রের অংশ বিশেষ, চার রাউন্ড তাজা কার্তুজ, একটি ছোরা, ১১ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন ও চারটি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট এর বি-২৪ ব্লকের বাসিন্দা মৃত মোহাম্মদ নুর প্রকাশ ইউনুসের ছেলে সলিম উল্লাহ (৩৩) ও একই রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ জুবায়ের (২৮)।
জানা যায়, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ ও রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে প্রায় শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। কয়দিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে থেমে থেমে গুলির শব্দ শুনছেন বলে ওই ক্যাম্পের চা দোকানদার মকবুল হোসেন জানান।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রাতে ৮-ইস্ট ক্যাম্পের হেডমাঝি মোহাম্মদ রফিকের ওপর হামলা চালায় ৪০/৫০ জনের দুর্বৃত্তের একটি দল। খবর পেয়ে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ এপিবিএনের সদস্যরা সেখানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশ-পুলিশ বলে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা প্রায় ৭৩ রাউন্ড গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে দুই রোহিঙ্গা সন্ত্রাসীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। অপর একজন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে গেছেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিজনেস আওয়ার/১০ ডিসেম্বর, ২০২২/এএইচএ