ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আরব আমিরাতে তিন বাংলাদেশি যুবকের মৃত্যু

  • পোস্ট হয়েছে : ০১:০১ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • 83

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় নিজ বাসা থেকে তিন প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

মৃত তিন ব্যক্তি হলেন, মৃতরা হলেন- চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলি এলাকার মৃত লোকমানের ছেলে আমিরুল ইসলাম কাইয়ুম, পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল এলাকার মোহাম্মদ রাকিব এবং চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার গিয়াস উদ্দিন।

জানা যায়, তিনজনই বাংলাদেশি মালিকানাধীন একটি মুদি দোকানে কর্মরত ছিলেন।

দোকানের মালিক মোহাম্মদ রহিম মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, কর্মচারীদের ডাকতে গেলে তাদের সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে ঢুকে তিনজনকেই মৃত অবস্থায় পান। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, রুমে বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালানোয় সেখান থেকে গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় ঘুমন্ত অবস্থায় মারা যান তারা। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন বলেন, ‘তিন যুবকের মৃত্যুর কারণ জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’
দুই থেকে তিন দিনের মধ্যে পুলিশ তদন্ত করে প্রতিবেদন জমা দেবে।

বিজনেস আওয়ার/১০ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আরব আমিরাতে তিন বাংলাদেশি যুবকের মৃত্যু

পোস্ট হয়েছে : ০১:০১ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় নিজ বাসা থেকে তিন প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

মৃত তিন ব্যক্তি হলেন, মৃতরা হলেন- চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলি এলাকার মৃত লোকমানের ছেলে আমিরুল ইসলাম কাইয়ুম, পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল এলাকার মোহাম্মদ রাকিব এবং চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার গিয়াস উদ্দিন।

জানা যায়, তিনজনই বাংলাদেশি মালিকানাধীন একটি মুদি দোকানে কর্মরত ছিলেন।

দোকানের মালিক মোহাম্মদ রহিম মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, কর্মচারীদের ডাকতে গেলে তাদের সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে ঢুকে তিনজনকেই মৃত অবস্থায় পান। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, রুমে বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালানোয় সেখান থেকে গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় ঘুমন্ত অবস্থায় মারা যান তারা। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন বলেন, ‘তিন যুবকের মৃত্যুর কারণ জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’
দুই থেকে তিন দিনের মধ্যে পুলিশ তদন্ত করে প্রতিবেদন জমা দেবে।

বিজনেস আওয়ার/১০ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: