বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় দেখা গেছে। শুক্রবার (২১ আগস্ট) শুরু হয়েছে নতুন বছর ১৪৪২ হিজরি। আগামী ৩০ আগস্ট রবিবার (১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন চৌধুরী।
সভায় শেষে জানান হয়, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪২ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। মুন্সিগঞ্জে চাঁদ দেখা গেছে বলেও জানান তিনি।
আরো জানান হয়, শুক্রবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ৩০ আগস্ট (১০ মহররম) রবিবার দেশে পবিত্র আশুরা পালিত হবে।
হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।
বিজনেস আওয়ার/২১ আগস্ট, ২০২০/কমা